×

বিছানার মধ্যে দুটি বিষধর সাপকে নিয়ে খেলা করছে সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

মহিলার কম্বলের উপর দুইটি জলজ্যান্ত সাপের অবস্থান।

বর্তমানে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কখনও হাসির ভিডিও, কখনও আবেগমূলক ভিডিও, কখনও বিনোদনমূলক ভিডিও, আবার কখনও বিরল দৃশ্যের ভিডিওতে ছেয়ে থাকে সোশ্যাল মিডিয়া। এইসবের মাঝেই কখনও কখনও সাপের ভিডিও দেখতে পাওয়া যায়।

সাপের নাম শুনলেই অনেকে আতঙ্কিত অনুভব করেন। কেউ দশ হাত দূর থেকে সাপ দেখেই পড়িমরি করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ আবার সামনে সাপ দেখতে পেয়ে সাপের বিনা কামড়েই অজ্ঞান হয়ে পড়েন। তবে ঠিক এর বিপরীতেই কিছু মানুষ আছেন, যারা সাপকে দেখে কোনোমতেই ভয় পান না। উপরন্তু সাপকে অনায়াসে হাতে ধরে ফেলেন। কেউ কেউ আবার বাড়িতেই পুষতে শুরু করে দেন। এই সাপ সংক্রান্ত ভিডিওই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে চলে এলে মাঝে মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি সাপের এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রেখারানী’ (Rekha Rani) নামক একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটিতে একটি মহিলাকে কম্বলে আবৃত অবস্থায় বিছানায় গা এলিয়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওটিতে সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হল, মহিলার কম্বলের উপর দুইটি জলজ্যান্ত সাপের অবস্থান। সাপদুটিকে দেখে মহিলাকে একটুও আতঙ্কিত হতে দেখা যায়নি। বরং একাধিকবার নিজ হাতে সাপদুটিকে আগলে রাখার চেষ্টা করতে দেখা যায়।

ভিডিওটি দেখে নেটিজেনরা অবাক হয়ে গেছেন। কেউ মহিলার সাহসের প্রশংসা করে মন্তব্য করে বলেন, “এমনটা করার জন্য সত্যিই সাহস চাই”। কেউ আবার মজার ছলে লিখেছেন, “এ তো নাগিন!” সবমিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও কমেন্টের জেরে ভাইরাল সাপের এই ভিডিও।

Related Articles