‘নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না’, গ্ৰাম্য রাস্তায় উদ্দাম নাচ যুবতীর, ভিডিও ভাইরাল
গ্রামের রাস্তার মাঝে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

আমরা নিত্যদিন সোশ্যাল মিডিয়ার দরুন বিভিন্ন রকমের প্রতিভার প্রদর্শন পেয়ে থাকি। আজকালকার যুবসমাজ এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই নিজেদের এবং সমাজের হারিয়ে যাওয়া বিভিন্ন প্রতিভাকে সকলের সামনে তুলে ধরছে। এর ফলে বহু মানুষ সমাজে পরিচিতি লাভের পাশাপাশি রোজগারের পথও খুঁজে ফেলেছে। ছোটো থেকে বড়ো আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। আর এসবেই দৈনিক নানান ধরনের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ঠিক সেরকমই এক তরুণীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী একটি গ্রাম্য রাস্তায় অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। একটি জনপ্রিয় বাংলা গান ‘নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না ‘-এ সে সকলের সামনে নৃত্য পরিবেশন করছে। তাঁর পরনে রয়েছে একটি লাল ও সোনালী রঙের সালোয়ার। তার সাথে রয়েছে লাল রঙের একটি ওড়না ও পায়ে একজোড়া স্নিকার্স জুতো, সাথে পনিটেইল করে বাঁধা চুল।
তাঁর নাচের সাথে তাল মিলিয়ে গ্রাম্য পরিবেশটি যেন আরো বেশি ফুটে উঠেছে। যুবতীর এই অসাধারন নাচে মুগ্ধ হয়েছে হাজার হাজার সাইবারবাসী। গানটির প্রত্যেকটি বিটের সাথেই তালে তাল মিলিয়ে দুর্ধর্ষ ছিল তার ডান্স স্টেপ ফেসিয়াল এক্সপ্রেশন। তাই সেই গ্রামের লোক সেখানে ভিড় জমায় তাঁর নাচ দেখতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভিডিওটির কমেন্টবক্স।
‘অসাধারণ’, ‘খুব সুন্দর হয়েছে’, ‘ফাটাফাটি’, ‘ওয়াও’ ইত্যাদি কমেন্টে ভরে উঠেছে ভিডিওটির কমেন্টবক্স। কিন্তু তাঁর এই নাচটি যে কোনোরকম পরিকল্পনা মাফিক হয়নি তা ভিডিওটি দেখলেই বোঝা যায়। আপাতত সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল তরুণীর নাচের এই ভিডিওটি।