×

Viral Video : অবিকল বাপ্পি লাহিড়ীর গান গেয়ে তাক লাগলেন এই যুবক, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সঙ্গীত জগতের এক জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)। তিনি ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে ইহ জগৎকে বিদায় জানান।

Viral Video : সঙ্গীত জগতের এক জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)। তিনি ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে ইহ জগৎকে বিদায় জানান। সঙ্গীত জগতের ওই মহান গায়ক আজ ইহজগতে না থাকলেও বিভিন্ন গানের মাধ্যমে তিনি এখনও স্মরণীয় হয়ে থেকে গেছেন সবার মাঝে। আশির দশকের সিনেমায় একের পর এক হিট গান দেওয়ার মাধ্যমে পুরো দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। গায়ক থাকার পাশাপাশি তিনি গীতিকার, সঙ্গীত পরিচালক ও সুরকারও ছিলেন। ‘ডিস্কো ডান্সার’, ‘শরাবী’, ‘নমক হালাল’-এর মত সিনেমায় সঙ্গীত পরিচালনা করার মাধ্যমে সারা দেশজুড়ে সমাদৃত হয়েছিলেন এই গায়ক।

Viral Video

সবার প্রিয় বাপ্পীদা আজ এই দুনিয়াতে না থাকলেও তাঁর গানের মধ্যে দিয়ে দর্শকদের মনে এখনও বিরাজ করে আছেন তিনি। ‘ডিস্কো ডান্সার’ গানে বাপ্পীদার মতো উপস্থাপন আজও কেউ করতে পারেননি। যদিও বিভিন্ন গায়ক ও গায়িকারা আজও বাপ্পী লাহিড়ীর গান ও গানের সুর নিজেদের কণ্ঠে ধারণ করার মাধ্যমে তাঁর গানের ঐতিহ্য বহন করে নিয়ে চলেছেন।

আরও পড়ুন : প্রকাশ্য মঞ্চে শাহরুখ-দীপিকার ‘বেশরম রঙ’ গান গেয়ে তাক লাগালেন দীপা, ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে একটি যুবককে হুবহু প্রয়াত গায়ক বাপ্পী লাহিড়ীর মতো করে গাইতে দেখা গেছে। অবাক করে দেওয়ার ব্যাপার হল, এক্ষেত্রে শুধুমাত্র সুর নয়, কণ্ঠও মিলে গেছে। আর এই দৃশ্যই পর্যবেক্ষণ করে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।

 

Viral Video

ভিডিওটিতে যুবকটিকে মূলত একটি ছাপা শার্ট পরে হাতে মাইক নিয়ে বাপ্পীদার ‘তুমি আমার নয়ন গো’ (Tumi Amar Nayan Go) গান গাইতে দেখা যায়। যুবকটি গান শুরু করতেই কণ্ঠ শুনে অবাক হয়ে যান নেটিজেনরা। দাবি করা হয়েছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবকের নাম হল পার্থপ্রতীম (Parthapratim)। তিনি মূলত বিভিন্ন স্থানে গানের স্টেজ শো করেন। সেই স্টেজ শোয়েরই একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

Viral Video

পার্থপ্রতীমের বিশেষ গুণ হল, তিনি একজন পুরুষ হয়েও মহিলা ও পুরুষ উভয় প্রকারের স্বরে গান গাইতে সক্ষম। পার্থপ্রতীমের গান শুনে অনেকেই দাবি করেছেন যে, তাঁর কণ্ঠে বাপ্পী লাহিড়ী স্বয়ং বিরাজ করেছেন।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডিজে বিশ্বজিৎ লাইভ’ (DJ Bishwajit Live) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির দর্শকদের সফলভাবে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। ফলস্বরূপ, ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১.৬ মিলিয়ন অতিক্রম করে ফেলেছে এবং লাইকের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

Related Articles