×

ডানা ঝাপটাতেই মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে রঙ, এই ‘বিরল’ পাখির ভিডিও দেখে হতভম্ব নেটিজনরা

এই পাখি প্রতি সেকেন্ডে একবার করে ডানা ঝাপটায় এবং তার সাথে সাথে তার রং বদল হয়।

এই পৃথিবী নানান বৈচিত্র্য ভরপুর। বহু বৈশিষ্ট্যযুক্ত প্রাণী দিয়ে সৃষ্টিকর্তা বানিয়েছে পৃথিবীকে। তাই কয়েক কোটি প্রজাতির প্রাণে রয়েছে এই পৃথিবীর বুকে। এমন বহু প্রাণী রয়েছে যেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এমন কিছু প্রজাতির পাখি রয়েছে এই পৃথিবীতে যেগুলো রীতিমত মুগ্ধ করে আমাদের তাঁদের গুন দিয়ে। আজ এই প্রতিবেদনে আপনাদের এমনই একটি পাখির কথা জানানো হবে।

আমরা সাধারনতা জানি গিরগিটি রং বদল করতে পারে। কিন্তু কোন পাখি যে রং বদলাতে পারে সেটা কি জানেন? যদি কখনো চোখের সামনে এরকম পাখি দেখেন তাহলে কি বলবেন তাকে? গিরগিটি পাখি না রং বদলানো পাখি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পাখির ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হওয়ার পাশাপাশি মুগ্ধ হবেন আপনারা। যে পাখিটির কথা আমরা বলছি সেটি অপূর্ব উজ্জ্বল ও দ্যুতিময় পালকের একটি আশ্চর্য ধরনের পাখি, যে মাথা ঘুরিয়ে নিমেষেই বদলে ফেলছে নিজের রং। এই পাখির ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়।

শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে। এমনই এক অদ্ভুত পাখির সাক্ষী হয়েছে গোটা নেট দুনিয়ার মানুষ। এই পাখির দেখা মেলে নর্থ আমেরিকায়। এই পাখি প্রতি সেকেন্ডে একবার করে ডানা ঝাপটায় এবং তার সাথে সাথে তার রং বদল হয়। আকারে অনেকটাই ছোট এই পাখিটি কিন্তু দেখতে খুবই সুন্দর। জানা গিয়েছে এই পাখিটির নাম ‘সুরাকাভ’। এটা হামিংবার্ড প্রজাতির একটি পাখি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির হাতের উপর বসে রয়েছে এই পাখিটি। পাখিটি একবার করে ডানা ঝাপটাচ্ছে আর রং বদলাচ্ছে নিজের। কখনো কমলা-গোলাপি হচ্ছে, আবার কখনো বেগুনি-গোলাপি রঙে পাল্টে যাচ্ছে। পাখির রং বদলানোর এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। মাত্র কয়েক ইঞ্চির এই সুরাকাভ পাখিটির চঞ্চু অনেকটাই লম্বা এবং নরম। আকারে ছোট হওয়ার কারণে সচরাচর নজরে পড়ে না।

তবে কোন পাখি কিভাবে রং বদলাতে পারে তা কি জানেন? কেন ডানা ঝাপটানোর সাথে সাথে পাখির গায়ের রং বদলে যাচ্ছিল এই কারণ কি আন্দাজ করতে পারছেন? জানিয়ে রাখি এটা কোন ম্যাজিক নয়। আসলে সুরাকাভ পাখির পালকে কেরাটিন লেয়ার্স থাকে, যার কারণেই পাখিটি রং বদলাতে পারে। ভারতীয় মুদ্রায় একটি পাখির দাম ২৮.৮ লাখ টাকা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে ভিডিও দিতে প্রচুর মানুষ মন্তব্য করে জানিয়েছেন যে এই ধরনের পাখি তারা প্রথমবার দেখছেন। ভিডিওটি দেখে তারা চেয়ে খুব মজা পেয়েছে সেটা বোঝাই গিয়েছে।

Related Articles