×

Viral Video : অসুস্থ বাঁদর ছানাকে পরমস্নেহে দুধ খাইয়ে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন গৃহবধূ, ভাইরাল ভিডিও

একটি বিবাহিত মহিলা পরম স্নেহে খাইয়ে দিচ্ছে এক বাঁদর ছানাকে।

Viral Video : বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা মাঝেমধ্যে এখন এমন কিছু কিছু ঘটনার সাক্ষী হতে পারছি যা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল ( Viral Video) হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের চারপাশে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা ঘটলেই মানুষ সেই ঘটনা ভিডিও করে আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের ভালো লাগায় সেই ভিডিওগুলো একসময় ভাইরাল হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়া যে ভিডিওগুলো ভাইরাল ( Viral Video) হয় তার মধ্যে অধিকাংশ পশু পাখিদের ভিডিও লক্ষ্য করা যায়। এছাড়াও অনেক সময় মানুষ ও পশু পাখির মধ্যে যে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হতে পারে সেরকম কিছু মুহূর্তের দেখা মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনি একটি ভিডিও আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

এখানে দেখুন : পাঁচিলে বসে অবিকল মানুষের মতো নাচ গান করে তাক লাগাল খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে এক মহিলা ও একটি বাঁদর ছানার সম্পর্কের সমীকরণ লক্ষ্য করা গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি বিবাহিত মহিলা পরম স্নেহে খাইয়ে দিচ্ছে এক বাঁদর ছানাকে। শুধু তাই নয়, বাঁদরছানাটিকে তিনি বুকে আগলে ঘুমও পাড়িয়ে দিচ্ছেন। বাঁদরছানাটিও মহিলার বুকের উপর একদম ছোট্ট সন্তানের মত চুপচাপ শুয়ে রয়েছে। আবার দেখা যায়, বাঁদরছানাটি মহিলাটিকে মায়ের মতো করে জড়িয়ে ধরে রয়েছে এবং মহিলাটি ওই বাঁদর ছানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

Viral Video

এই দৃশ্য যেন একেবারে মা ও সন্তানের স্বার্থহীন ভালোবাসার মতো। ভিডিওটি তে আরো দেখা যায় বাঁদরছানা ঘুমিয়ে পড়ার পর একটা চুষি কাঠি মহিলাটি তার মুখে দিয়ে দেয়। এছাড়া ভিডিওটিতে আরো দেখা যায় ওই মহিলার বাড়িতে বেশ কয়েকটি হনুমান জানালার বাইরে বসে রয়েছে। কেউ কেউ আবার ঘরে ঢুকে আসছে। মহিলাটি ওই হনুমান গুলিকে খেতে দেয়। প্রায় ১০ থেকে ১২ টা হনুমান লক্ষ্য করা যায় সেখানে।

তাদের সকলকেই ওই মহিলা বসিয়ে খাওয়ার খাওয়ায়। ওই হনুমান গুলির মধ্যে কয়েকজন আবার তাদের বাচ্চা কোলে নিয়ে এসেছে খাবার খাওয়ার জন্য।

Viral Video :

ভাইরাল হওয়া এই ভিডিওটি ‘Badri Narayan Bhadra’ নামক একটি ইউটিউব (youtube) চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। ভিডিওটিতে যে মহিলাটিকে দেখা যায় জানা যায় তার নাম মোনালিসা। তিনি একজন ইউটিউবার। ইউটিউব চ্যানেলে তার বেশ কিছু ভিডিও রয়েছে। নিঃস্বার্থ পশু প্রেমের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমতো ঝড় চলেছে। মোনালিসার এমন নিঃস্বার্থ পশু প্রেম দেখে নেটিজেনরা মোনালিসার প্রশংসায় ভরিয়ে তুলেছে ওই ভিডিওর কমেন্ট সেকশন। নেটিজেনেরা ভিডিওটি যে কতটা পছন্দ করেছে তা বোঝা যে গিয়েছেন ভিডিওটির লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা দেখে। ইউটিউব চ্যানেল থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করা হয় এই ভিডিও। সেখানেও লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা প্রচুর।

Related Articles