×

প্রকাশ্য রাস্তায় সুপারহিট বাংলা গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

"নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না" গানে নাচতে দেখা যাচ্ছে। আর তাঁর পরনে রয়েছে একটি লাল ও সোনালী রঙের সালোয়ার কামিজ।

বর্তমানে টিভি ও সংবাদপত্রের চেয়ে মানুষ বিনোদনের মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। আর মানুষ প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার দরুন বিভিন্ন রকমের প্রতিভার প্রদর্শন পাচ্ছে। একশ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াকে কেবলমাত্র মনোরঞ্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করলেও আরেক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নিজেদের প্রতিভা গুলোকে সমাজে সকলের মাঝে তুলে ধরতে। আর এর প্রদর্শন এর আগে বহুবার বহুভাবে পেয়েছে মানুষ।

এক কথায় নিজেদের মধ্যে লুকিয়ে থাকা নাচ, গান কিংবা আঁকার প্রতিভা গুলোকে আট থেকে আশি প্রতিটি মানুষই সকলের মাঝে প্রকাশ করতে ভীষণভাবে উদ্যোগী সকলে। এমনকি বহু যুবক-যুবতী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটি রোজগারেরও পথ তৈরি করে ফেলেছেন। আর এই সংখ্যাটা খুব একটা কম নয়। সম্প্রতি সেরকমই এক সুন্দরী তরুনীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক সুন্দরী তরুণী একটি গ্রাম্য রাস্তার মাঝে অসাধারন ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। ওই তরুণীকে জনপ্রিয় বাংলা “নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না” গানে নাচতে দেখা যাচ্ছে। আর তাঁর পরনে রয়েছে একটি লাল ও সোনালী রঙের সালোয়ার কামিজ। তার সাথে রয়েছে লাল রঙের একটি ওড়না ও পায়ে একজোড়া স্নিকার্স জুতো, সাথে পনিটেল করে বাধা চুল। নাচের পাশাপাশি এই লুকে সে ঝড় তুলেছে বহু যুবকের মনে।

তাঁর নাচের পাশাপাশি বিশেষ করে ফুটে উঠেছে চারপাশের গ্রাম্য পরিবেশটি। এক কথায় দুটোই পারফেক্ট কম্বিনেশন। যুবতীর এই অসাধারণ নাচে মুগ্ধ হয়েছে হাজার হাজার নেট নাগরিক। আর হবে নাই বা কেন গানটির প্রতিটি বিটের সাথেই তালে তাল মিলিয়ে দুর্দান্ত ছিল ওই যুবতীর প্রতিটি ডান্স স্টেপ ও ফেসিয়াল এক্সপ্রেশন। যার কারণে তাঁর নাচ দেখার জন্য তাঁর চারপাশে ভিড় জমায় সেই গ্রামের মানুষ। এছাড়াও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নেটিজেনরাও প্রশংসা জানাতে ভোলেনি ওই তরুণীর নাচের।

Related Articles