বাড়ির সিলিন্ডারের পিছনে লুকিয়ে ছিল বিষধর সাপ, সামনে যেতেই ঘটল বিপত্তি, ভাইরাল ভিডিও
মানুষের পাশাপাশি বেশি ভাইরাল হচ্ছে আকর্ষণীয় পশু-পাখিদের এক একটা গা হিমহিম করা ভিডিও।
আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিমেষেই গোটা পৃথিবীর সঙ্গে সাক্ষাত ঘটে যাচ্ছে সবার। কোথায় কখন কি ঘটছে সবটাই নিমেষে জেনে যাচ্ছেন সবাই। এক একটা মজার মজার ভিডিও থেকে শুরু করে এক একটা গা শিউরে ওঠার মতন দৃশ্যও এখন মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। তবে এখানে মানুষের পাশাপাশি বেশি ভাইরাল হচ্ছে আকর্ষণীয় পশু-পাখিদের এক একটা গা হিমহিম করা ভিডিও।
যা দেখে মানুষ যেমন আঁতকে ওঠেন, তেমনি এই পশু-পাখিদেরই এক একটা নজরকাড়া ভিডিও আনন্দ দিচ্ছে প্রতিনিয়ত। সমগ্র প্রাণীকুলের মধ্যে সবচেয়ে ভয়ানক সাপ। সাপকে কে না ভয় পায়! বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই সাপ মানেই একটি ভয়ঙ্কর প্রাণী। ছোবল খেলেই সে মানুষ সেখানেই মৃত। এতটাই মারাত্মক সাপের ছোবল। আজকাল সাপের নানা ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজরে পড়ে সকলের। প্রতিদিন হাজার হাজার সাপের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মানুষের তাজ্জব হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে এখন সাপের ভিডিওর মধ্যে নানারকম সাপ ধরার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি নাগ লোক নামক একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ঝড়ের বেগে ভাইরাল হল একটি সাংঘাতিক ভিডিও। তবে ভিডিওটি এক বছর আগের হলেও ইতিমধ্যেই কয়েক লাখ পছন্দের সংখ্যা ছাড়িয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, একটি মাটির বাড়ি, হাতে পারে সেই গো ডাউন। সেখানেই গ্যাসের সিলিন্ডারের নিচে লুকিয়ে রয়েছে বিশাল আকৃতির বিষধর কোবরা সাপ।
তবে সেটিকে খুঁজতেই একটি সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি এলো তাঁর যন্ত্রপাতি নিয়ে। সঙ্গে ছিল তাঁর সঙ্গীরাও। অত্যন্ত সন্তপর্ণে সে একটি স্টিলের লাঠির সাহায্যে সাপটিকে সিলিন্ডারের মধ্যে থেকে বের করে আনলেন। তবে সাপটি এতে খুব রেগে যায় এবং বারবার ছোবল উদ্যত হতে থাকে। তবে সাপটি শেষমেশ কিছুই করেনি কারুর। তবে এই ধরনের সাপ খুব একটা ভয়ঙ্কর হয় না। তবে স্বভাবতই রাগী হয়। সাপটিকে সত্যই বারবার ক্যামেরার দিকে তেড়ে আসতে দেখা গিয়েছিল।