×

প্রকাশ্য মঞ্চে হাঁটুর বয়সী নায়িকা ঊষসীর সঙ্গে দুর্দান্ত নাচ প্রসেনজিৎ চ্যাটার্জীর, ভাইরাল ভিডিও

‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ গানের সঙ্গে প্রসেনজিৎ এর সঙ্গে জমিয়ে নাচলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়।

আগামিকাল অর্থাৎ ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। আশি-নব্বই দশকে বাংলা ইন্ডাস্ট্রির প্রাণ ভ্রমরা ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তাঁদের অভিনীত সবকটি ছবিই একাধারে সুপারহিট। তাঁদের অভিনয় থেকে রসায়ন সবটাই সিনেমাপ্রেমিদের মাতিয়ে রাখত রীতিমতো। সুতরাং বলা ভালো, বাংলা ইন্ডাস্ট্রির অনস্ক্রীন হার্টথ্রব জুটি ছিলেন তাঁরা। অবশ্য তাঁদের বাস্তবেও নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও এর কোনো সত্যতা জানা যায় নি আজ পর্যন্ত। কিন্তু আগের মতো তাঁদের আর সিনেমায় জুটি বাঁধতে দেখা যায় না। বহু বছর পর ‘প্রাক্তন’ ছবির মাধ্যমে তাঁদের প্রতিবর্তন ইন্ডাস্ট্রিতে একেবারে সাড়া ফেলে দিয়েছিল। সুতরাং দর্শকদের কাছে আজও আবেগ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি।

এত বছর কেটে যাওয়ার পরেও তাঁদের পর্দার রসায়ন আজও নজর কাড়ে সবার। তাই দর্শক চায় বারবার এই জুটির প্রত্যাবর্তন। আগামিকাল মুক্তি পাচ্ছে তাঁদের পরবর্তী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিটি পরিচালনা করছেন সম্রাট শর্মা (Samrat Sharma)। তবে ইতিমধ্যেই এই ছবির গান এবং ট্রেলার মুক্তি পেয়েছে। আর ছবির স্পেশাল আকর্ষণ প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, ইপ্সিতা এবং ঋষভ। তবে চমকের এখানেই শেষ নেই। প্রসেনজিৎ-ঋতুপর্ণার আইকনিক সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবি থেকে ‘চোখ তুলে দেখো না’ গানটিকে একটি ছবিতে নতুন করে তৈরি করা হয়েছে।

ছবির প্রচারে বুম্বা দা যেখানেই যাচ্ছেন এই গানের সিগনেচার স্টেপে কোমর দোলাচ্ছেন। এমনকী ইনস্টাগ্রামেও ট্রেন্ডিং এই গানটি। এবার এই গানের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে নাচলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়। সম্প্রতি বুম্বা দা ৬০ বছরে পা দিয়েছেন। কিন্তু দেখে একেবারেই বোঝার উপায় নেই। বরং মনে হয় তাঁর বয়স যেন ৪০ এর কোঠায় দাঁড়িয়ে রয়েছে। ১৭ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির টাইটেল ট্র্যাক ‛চোখ তুলে দেখো না’ গানটি।

ছবির প্রচারে কখনও ছোট পর্দার অভিনেত্রীর সঙ্গে কখনও রিয়েলিটি শোয়ের মঞ্চে গিয়ে নাচছেন প্রসেনজিৎ টাইটেল ট্র্যাকের সঙ্গে।তেমনই এবার ‛বকুল কথা’ খ্যাত অভিনেত্রী ঊষসী রায়ের সঙ্গে নাচলেন প্রসেনজিৎ। কম্বিনেশন কালারের হুডিতে ধরা দিয়েছেন বুম্বাদা। আর ঊষসীর পরণে রয়েছে জিন্স ও শার্ট। ঊষসী নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, ‛চিরদিনই তুমি যে আমাদের আইডল’। নাচ-গান, প্রেম, মারপিট একেবারে ভরপুর এন্টারটেইনমেন্টের ছবি ‛প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।এই ছবির ঘোষণা হয়েছিল, চলতি বছরের ভ্যালেন্টাইন ডের দিন।

Related Articles