×

ক্লাসরুমের মধ্যে জনপ্রিয় বাংলা গানের তালে দুর্দান্ত নাচ দুই ছাত্র-ছাত্রীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা গান 'বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়' গানটির সাথে সুন্দর অঙ্গীভঙ্গিমায় নৃত্য পরিবেশনা করতে দেখা যায় ওই যুগলকে।

সোশ্যাল মিডিয়া আজকাল নানা ধরনের ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। সুখ-দুঃখ, আনন্দ, ভয়ানক সব ধরনের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর এই ভিডিওগুলো মানুষের মনোরঞ্জনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন প্রতিভাবান মানুষ থেকে শুরু করে নানা ধরনের পশু পাখির কর্মকাণ্ড; সমস্ত কিছুর দেখা মেলে সোশ্যাল মিডিয়ায়। মুঠোফোন আর তাতে ইন্টারনেটের কারণে এখন গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় বন্দি। প্রতিদিন হাজার একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি আবারো একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে যে ভিডিওটি ঘুরপাক খাচ্ছে সেটি একটি নাচের ভিডিও। সেখানে একটি ছেলে ও মেয়েকে নাচ করতে দেখা গিয়েছে। খুব সাধারন ভাবে বললে যেটাকে কাপল ডান্স বলা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে ভিডিওটি আপলোড করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি সম্ভবত একটি ডান্সের রিহার্সেল রুমের। ওই যুগল পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে নতুন নাচ তুলছিলেন। ফাইনাল রিহার্সালের সময় ওই রিহার্সেল রুমে উপস্থিত থাকা একজন সেই নাচের ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন।

জনপ্রিয় বাংলা গান ‘বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়’ গানটির সাথে সুন্দর অঙ্গীভঙ্গিমায় নৃত্য পরিবেশনা করতে দেখা যায় ওই যুগলকে। রিহার্সাল হওয়ার কারণে তাঁদের গায়ের পোশাক খুব সাধারণ ছিল। একটি সিল্কের প্রিন্টেড শাড়ি এবং ছেলেটি পড়েছিল জিন্স ও শার্ট। নাচ করা কালীন ওই যুগলের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের।

‘SHAH RIF AT’ ইউটিউব (youtube) চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে তিন বছর আগে। এখনো পর্যন্ত ২৬ মিলিয়ন অর্থাৎ দু কোটি ৬০ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ৬৮ হাজার মানুষ লাইক করেছে ভিডিওটিতে এবং ১ হাজার কমেন্ট করেছে ভিডিওটির কমেন্ট সেকশনে। নেটিজেনরা ওই যুগলের নাচের প্রশংসা ভরিয়ে তুলেছে ভিডিওটির কমেন্ট সেকশন। ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে শেয়ার করা হয় ভিডিওটি। সেই প্ল্যাটফর্ম গুলিতেও লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা প্রায় কয়েক হাজার।

Related Articles