×

পড়াশুনা ছেড়ে ক্লাসরুমের মধ্যেই দুর্দান্ত নাচ ছাত্র-ছাত্রীর, ভাইরাল ভিডিও

বিখ্যাত গান 'বৈশাখের বিকেলবেলা' -এর তালে নেচেছেন তাঁরা।

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সমস্ত রকম অদ্ভুত এবং আশ্চর্য জিনিস উঠে আসছে প্রতিটি মানুষের হাতের মুঠোয়। যা ঘরে বসেই চাক্ষুষ করতে পারছে প্রতিটি মানুষ। আর নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে তুলে ধরার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়তই নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে দেখা যাচ্ছে বহু মানুষকে। আগে মূলত সুযোগের অভাবে সমাজ থেকে বিভিন্ন মানুষের প্রতিভাগুলো হারিয়ে যেত। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষকে সমাজে পরিচিতি গড়ার সুযোগ করে দিচ্ছে।

সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে কোন কিছু ভাইরাল হতে বেশি সময় লাগে না। কোনো মানুষের মধ্যে যদি সঠিক প্রতিভা থাকে তাহলে তিনি অনায়াসেই রাতারাতি হতে পারেন সোশ্যাল মিডিয়া স্টার। যেমনটা হয়েছিলেন বছর চারেক আগে রানাঘাটের ভিখারিনী রানু মন্ডল ও বছর দুয়েক আগে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এরা দুজনেই নিজেদের গানের প্রতিভার জেরে রাতারাতি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গোটা নেট দুনিয়ায়। যার কারণে দুজনেরই ডাক আসে সুদূর মুম্বাই থেকে।

তবে যাই হোক না কেন বর্তমানে এ কথা নিঃসন্দেহে বলা যাবে যে যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়া তত মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। আর এর মাধ্যমে আট থেকে আশি প্রত্যেকে তুলে ধরছে নিজেদের প্রতিভাগুলোকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেরকমই এক যুবক এবং যুবতীর অসাধারণ নাচের ভিডিও। সাধারণত কলেজের ফাঁকা সময়ে অনেকেই আড্ডা দিয়ে সময় কাটাতে পছন্দ করেন। তাই কেউ বেছে নেন না আজ আবার কেউ বেঁছে নেন গানকে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মনোরঞ্জনের জন্য ক্লাসরুমের মধ্যেই অসাধারণ কায়দায় নাচ করছেন ওই যুবক-যুবতী। ভিডিওটিতে তাঁদের দুজনকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা গান ‘বৈশাখের বিকেল বেলায়’-তে নাচতে। আর তাঁদেরকে ঘিরে রেখেছেন তাঁদের অন্যান্য সহপাঠীরা। সেখানেই উপস্থিত কোনো এক সহপাঠী সম্ভবত তাঁদের এই নৃত্য পরিবেশনের ভিডিওটি আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায়। যা বর্তমানে নেট দুনিয়ার একটি সরগরম টপিক। আর স্বাভাবিকভাবেই দুজনের নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিডিওটির কমেন্ট বক্স।

Related Articles