×

খোলা আকাশের নিচে রোমান্সে মাতল দুটি টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টিয়া, ময়না, তোতা, বুলবুলি পাখির নানা কথা বলার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল ভিডিওর সম্ভার। এদিক-ওদিক যেখানেই তাকানো যাক না কেন, শুধুই এক একটা আজব আজব ভিডিওর দেখা মেলে। তবে আজকাল মানুষের থেকে বেশি পশু-পাখিরা ভিড় জমাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ তাঁদের এক একটা মজার মজার ভিডিও দেখে নেটিজেনদের সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি বেশি করে আকর্ষণ বাড়ছে! বলা চলে সোশ্যাল মিডিয়া একেবারে মেতে রয়েছে এইসব ভিডিও নিয়ে। বিশেষ করে টিয়া, ময়না, তোতা, বুলবুলি পাখির নানা কথা বলার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তবে কথা বলা পাখিদের মধ্যে সবচেয়ে উন্নত হল টিয়া পাখি। যে যেকোন আওয়াজ খুব সহজেই নকল করতে পারে, এবং বিভিন্ন ধরনের ডাক ডেকে, সকলকে চমকও দিতে পারে। আসলে টিয়া এমন একটি পাখি যে কিনা পোষ্য হিসাবে পরিচিত। বাংলাদেশের উষ্ণ এবং নিরক্ষীয় অঞ্চলে টিয়া পাখির দেখা পাওয়া যায়। কর্ডাটা প্রজাতির এই পাখিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মানুষের ভাষায় কথা বলানো যায়। আর এই পাখির বিজ্ঞানসম্মত নাম সিট্টাসিনি।

এবার ভাইরাল হল দুটি টিয়ার একটি চমৎকার ভিডিও। যদিও মাঝে মধ্যেই টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়, কখনও দেখা যায় হুবহু মানুষের মতো ঝগড়া করছে টিয়া, আবার কখনও দেখা যায় মালিকের প্রশ্নের উত্তর দিচ্ছে, তাঁকে মায়ের মতো ডাকছে। এবার দুই টিয়া পাখির (parrot) আরও একটি ভিডিও রীতিমতো তাক লাগিয়ে দিল নেটিজেনদের। ভাইরাল ভিডিওতে দেখা গেল, সম্পূর্ণ মানুষের মতো দুটি টিয়া পাখি অসাধারণ দক্ষতার সঙ্গে দুর্দান্ত নাচছে, যা সত্যি অবাক করে দিয়েছে সবাইকে! আসলে টিয়া দুটি ছেলে এবং মেয়ে।

ছেলে টিয়াটি শাহরুখ খানের মতো পাখনা মেলে, তাঁর প্রেমিকা টিয়াকে ভালোবাসা প্রদান করছে, আর প্রেমিকাও কাজলের মতো প্রেমিকের ডাকে সাড়া দিচ্ছে। বোঝাই যাচ্ছে, শুধু মানুষের মতো কথা বলতেই নয়, টিয়া মানুষের মতো তার প্রেমিকাকে ভালোবাসাও জানাতে পারে। জনপ্রিয় একটি হিন্দি গানের সঙ্গে টিয়া দুটিকে নাচতে দেখে অবাক হয়ে গেল সবাই। কারণ ভালোবাসার গান যে এটি, বুঝলো কি করে টিয়া দুটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতেই, প্রশংসার বন্যা গিয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটির ভিউজ সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজারেরও বেশি।

Related Articles