×

হুবহু মানুষের মতো একে অপরের সাথে কথা বলছে দুটি টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একটি টিয়া পাখি নয় বরং বেশ কয়েকটি টিয়া পাখির কথা বলার ভিডিও একসাথে জুড়ে পোস্ট করা হয়েছে।

বর্তমান সময়ে ইন্টারনেটে দরুন বিশ্বের সমস্ত কিছু মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা নিমেষেই হাতের মুঠোয় চলে আসছে প্রত্যেকের। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে কোনো কিছুই ভাইরাল হতে বেশি সময় লাগে না। কোনো ভিডিও একটু জনপ্রিয়তা পেলেই তা রীতিমত ভাইরাল হয়ে যায় গোটা নেট দুনিয়ায়। আর পৌঁছে যায় হাজার ছাড়িয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে।


সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিনিয়তই বিভিন্ন রকমের মজাদার ভিডিও ভাইরাল হয়ে চলেছে। যেখানে কখনো দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন রকম প্রতিভা। আবার কখনো দেখা যাচ্ছে বিভিন্ন পশু-পাখিদের কীর্তিকলাপ। যেগুলোর মধ্যে পশু-পাখিদের ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন প্রতিটি মানুষ। যার কারণে এ ধরনের ভিডিও গুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে। সম্প্রতি সেরকমই দুটো টিয়া পাখির ভিডিও ব্যাপক নজর কেড়েছে প্রতিটি সাইবারবাসীর।

যদিও এর আগে এ ধরনের টিয়া পাখির বহু ভিডিও ভাইরাল হতে দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই ভিডিওটি একটু অন্যরকম। এই ভিডিওটিতে কেবলমাত্র একটি টিয়া পাখি নয় বরং বেশ কয়েকটি টিয়া পাখির কথা বলার ভিডিও একসাথে জুড়ে পোস্ট করা হয়েছে। ভিডিওটির কোনোটিতে দেখো গিয়েছে একজোড়া টিয়া পাখিকে গাছের ডালে বসে ঝগড়া করতে। আবার কখনো দেখা গিয়েছে একটি টিয়াপাখি অপর টিয়া পাখিকে আদর করতে। এমনকি ভিডিওটিতে রয়েছে টিয়া পাখির আপেল খাওয়া ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলার দৃশ্যও।

ইউটিউবে একটি জনপ্রিয় চ্যানেল ‘প্যারট মিডিয়া’ (Parrot Media) থেকে আপলোড করা হয় এই টিয়া পাখিদের ভিডিওটি। যে চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা প্রায় ১ লক্ষ ৩০ হাজার। চ্যানেলটির নাম দেখেই বোঝা যায় যে এটি মূলত টিয়া পাখিদের ভিডিও কেন্দ্রিক একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে এই ভিডিওটি ছাড়াও রয়েছে আরও বহু ভিডিও। আর সেই সমস্ত ভিডিও বেশ আনন্দের সহিত উপভোগ করেছেন প্রত্যেকে। যা সেই সমস্ত ভিডিওর ভিউজ দেখলেই বোঝা যায়। বর্তমানে এই ভিডিওটির ভিউজ পেরিয়ে গেছে প্রায় ৩.৭ মিলিয়নের বেশি। এছাড়াও ভিডিওটিকে লাইক করার পাশাপাশি কমেন্ট বক্সে কমেন্ট করেছেন বহু মানুষ।

Related Articles