হুবহু মানুষের মতো অঙ্গভঙ্গি করে স্নান করছে দুটি টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
দুটি পাখির মধ্যে একটি পাখি একটি জলের বাটির উপর দাঁড়িয়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া নানা ধরনের ভিডিও আজকাল নজর কাড়ছে নেটিিজেনদের। সুখ-দুঃখ, আনন্দ, মজাদার, ভয়ানক; সব ধরনের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে এই ভিডিওগুলো মানুষের মনোরঞ্জনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মানুষের নানা রকম ক্রিয়াকলাপ থেকে শুতে শুরু করে পশু পাখিদেরও নানান ক্রিয়াকলাপের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পাখিদের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি তেমনি দুই টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি কে নিয়ে রীতিমত নেট দুনিয়ায় ছড়িয়েছে চঞ্চল্য।
পাখিদের মধ্যে সবথেকে উন্নত জাতের পাখি হল টিয়া পাখি। মানুষের মতো কথা বলতে পারার জন্য পোষ্য হিসেবেও খুবই ভালো এই পাখিটি। টিয়া পাখির একাধিক ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাদের ক্রিয়াকলাপ এতটাই মিষ্টি যে সেই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দুটো টিয়া পাখিকে স্নান করতে দেখা গিয়েছে। আশা করি শুনেই বুঝতে পারছেন যে ভিডিওটাই কতটা মজাদার হতে পারে।
একমাত্র টিয়া পাখিই একটি পাখি যা মানুষকে টেক্কা দিতে ওস্তাদ। মানুষের মত কথা বলা থেকে শুরু করে নানান কাজকর্ম একেবারে অবিকল নকল করতে পারে এই পাখি। সবই যখন পারে তাহলে মানুষের মতো স্নান করা থেকেই বা কেন বিরত যায়। তাই শীতের দিনে স্নান করার সাহসিকতা দেখিয়ে দিয়েছে ওই দুই পাখি। ভিডিওটি এ বছর শীতকালে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ার। ভিডিওটিতে দেখা যায় দুটি পাখি মানুষের মত কথা বলতে বলতে স্নান করছে।
ভিডিওটির শুরুতে দেখা যায় দুটি পাখির মধ্যে একটি পাখি একটি জলের বাটির উপর দাঁড়িয়ে রয়েছে। সেই পাখিটি বাটি থেকে মুখে করে জল নিয়ে পাশে থাকা আরেকটি পাখির গায়ে ছিটিয়ে দিচ্ছে। এইসব করতে করতে তারা আবার মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচিও করছে। দেখে মনে হচ্ছিল এই পাখি দুটি প্রেমিক-প্রেমিকা। তারা একে অপরের সাথে খুনসুটিতে মজে ছিল। কিছুক্ষণ পর আবার দেখা যায় তারা দুজন দুজনকে লক্ষ্য করে জল ছেটাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়