×

Viral Video : বাটির উপর বসে রোমান্সে মাতলেন দুটি সবুজ টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাটির উপর বসে হুবহু মানুষের মত কথা বলছে দুটি সবুজ টিয়া।

Viral Video: কিছু পাখি আছে, যারা ভারতীয় পরিবেশে মানুষের কাছে খুব ভালো করে পোষ মানিয়ে নেয়। এদের মধ্যে টিয়া পাখি অন্যতম। এই পাখি কিন্তু বেশ হিংস্র। তবুও মানুষের সঙ্গে আবার মিশুক প্রকৃতির আচরণ করে। সাধারণ মানুষের পরিবেশে ও পরিবারে খুব সহজেই মিশে যায় এই পাখি। এই পাখিকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক ছড়া ও কবিতা। পাহাড়ি বনানী, গ্রাম বা শহর সর্বত্রই এদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Viral Video

এই সবুজ টিয়া পাখি ইংরেজি ভাষায় ‘রোজ-রিংড প্যারাকীট’ (Rose- ringed Parakeet) নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হল ‘সিট্টাকুলা ক্রামেরি’ (Psittacula Karameri)। এই পাখিটি ‘সিট্টাসিদি’ গোত্রের অন্তর্গত। লাল রঙের বড়শির মতো বাঁকানো ঠোঁট সম্পন্ন এই পাখির পুরো দেহই কলাপাতা সবুজ রঙের পালক দ্বারা আবৃত। পুরুষ পাখির গলায় কালো ও গোলাপি রঙের সংমিশ্রণে একটি পটি দেখা যায়। মহিলা পাখির গলায় কোনো দাগ থাকে না, গলাটি সাধারণ সবুজ পালক দ্বারা আবৃত থাকে।

এখানে দেখুন :  অবিকল মানুষের মত নেচে গেয়ে তাক লাগালেন খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি টিয়া পাখিদের একটি ভিডিও ভাইরাল ( Viral Video ) হয়েছে। উক্ত ভিডিওটিতে পুরুষ ও মহিলা দুই প্রকারের টিয়াপাখিকেই দেখতে পাওয়া যায়। ভিডিওর শুরুতে একটি পাখিকে বাটির উপরে দাঁড়িয়ে জল পান করতে দেখা যায়। এই অবস্থায় অপর একটি টিয়া পাখিকে জল পান করার কাজে ব্যস্ত টিয়া পাখির রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যায়।

Viral Video :

মান-অভিমান ভাঙানোর এই ভিডিওতে দুইজনকে কখনও পরস্পরকে চুমু খেতে দেখা যায়, আবার কখনও ডানা ঝাপটিয়ে আলিঙ্গন করতে দেখা যায়। অবশেষে অভিযানে সফল হয় দ্বিতীয় টিয়া পাখি। দুইজনকেই একসঙ্গে পেয়ারা খাওয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে ভিউয়ার্সের সংখ্যা ৮.৮ হাজার ছাড়িয়ে গেছে এবং শয়ে শয়ে মানুষ ভিডিওটিকে পছন্দ করেছে।

Related Articles