×

খোলা আকাশের নীচে রোমান্সে মাতলেন দুই টিয়া পাখি, ভাইরাল ভিডিও

এই কথা সকলেরই জানা যে টিয়াপাখিরা সমস্ত পাখিদের প্রজাতিদের মধ্যে কথা বলার ক্ষেত্রে অন্যতম।

বর্তমান সময়ে ব্যস্ততার মাঝে হোক বা সময় কাটানোর জন্য, সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। এই বিষয়টি কারোরই অজানা নয় যে নেটদুনিয়ার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ধরণের বিভিন্ন ছবি-ভিডিও খুব সহজেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ভালো বা ব্যতিক্রমী বা নজরকাড়া কোনো ছবি বা ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যেতে খুব বেশি সময় লাগে না।

মাঝেমধ্যেই এইরকমভাবে ভিন্ন ধরণের অনেক রকম ভিডিও‌ই ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হ‌ওয়া এই সব কনটেন্টের এক বড়ো অংশ জুড়ে থাকে বিভিন্ন পশু-পাখির ছবি বা ভিডিও। বিশেষত প্রায়‌ই বিভিন্ন চ্যানেল থেকে টিয়াপাখির ভিডিও পোস্ট করা হয়ে থাকে। সম্প্রতি তেমনভাবেই ইউটিউবে দুই টিয়াপাখির ভিডিও ভাইরাল হয়েছে।

‘Talking Parrot’ নামক এক চ্যানেল থেকে দুই টিয়াপাখির কথা বলার এক ভিডিও এক বছর আগে পোস্ট করা হয়েছিল। এই কথা সকলেরই জানা যে টিয়াপাখিরা সমস্ত পাখিদের প্রজাতিদের মধ্যে কথা বলার ক্ষেত্রে অন্যতম। প্রায়শই টিয়াদের অনর্গল নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায়। এবারেও দুই টিয়া পাখির প্রেম করার দৃশ্য নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ঠিক যেন মানুষের মতো করেই পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে এই দুই টিয়া পাখি।

ভাইরাল হ‌ওয়া ভিডিওতে ‘ইন্ডিয়ান রিংনেক’ (Indian Ringneck) প্রজাতির দুই টিয়াপাখিকে স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নিজেদের মধ্যে কথা বলছিল। ভিডিওতে ‘টাইগার’ ও ‘মিঠু’ নামক দুই টিয়াকে মালিকের ডাক শুনে একে অপরকে নাম ধরে ডাকতে, কথা বলতে ও শিষ দিতে শোনা গিয়েছে। দুই পাখির কথা বলার এই দৃশ্য নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। ৫০ হাজারের‌ও বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। দুই টিয়ার প্রতি ভালোবাসা জানানোর পাশাপাশি তাদের বন্দী করে না‌ রাখার জন্য নেটিজেনরা মালিককেও বাহবা দিয়েছেন।

Related Articles