×

বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে দুই মাথাওয়ালা বিরল প্রজাতির সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়তই পরিচয় ঘটছে গোটা বিশ্বের মানুষের সাথে। পৃথিবীর কোথায় কি ঘটছে, কে মারা যাচ্ছে, কোথায় কোন নতুন প্রাণী জগতের সৃষ্টি হচ্ছে তা সবকিছুই উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন ধরনের মজার মজার কান্ডকারখানার পাশাপাশি উঠে আসছে গা শিউরে ওঠার মতো বিভিন্ন রকম ঘটনা। যেগুলো দেখে আনন্দিত হওয়ার পাশাপাশি তাজ্জবও হয়ে যাচ্ছেন বহু মানুষ।

সোশ্যাল মিডিয়ার পর্দায় বিভিন্ন মানুষের ভিডিও গুলোকে সমানে সমানে টেক্কা দিচ্ছে বিভিন্ন পশুপাখিদের ভিডিও। আর সেগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হল বিভিন্ন সাপেদের ভিডিও। এর আগেও বহুবার সাপের ভিডিও সোশাল মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। ‌ সাধারণত বাস্তবে সাপ দেখে প্রতিটি মানুষ দূরত্ব বজায় রেখে চললেও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার সাপেদের ভিডিওগুলো বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রত্যেকে। যার কারণে এই ভিডিওগুলো পৌঁছে যায় জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে।

সম্প্রতি সেরকমই আরো একটি সাপের ভিডিও হুঁ হুঁ করে ভাইরাল হতে দেখা গেল সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবার যেকোনো সাধারণ সাপ নয় তার বদলে দেখা গেল ভয়ংকর প্রজাতির দুমুখো সাপকে। নর্থ আমেরিকার ক্যারোলিনার বাসিন্দা ‘জেনি উইলসন’ নামক এক মহিলা নিজের বাড়িতে এই বিরল প্রজাতির দুমুখো সাপের খোজ পান। হঠাৎই তিনি এই সাপটিকে নিজের কয়েক ফুট দূরে দেখতে পান। প্রথমে তিনি সাপটিকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখলেও সামনে গিয়ে তিনি লক্ষ্য করেন সেই সাপের দুটো মাথা রয়েছে।

আর এই দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ খবর দেন নিজের স্বামীকে। ‌তবে তারা সেই সাপটির কোনোরকম ক্ষতি করেননি। বরং সেই সাপটিকে তারা খুবই সাবধানতাবসত একটি জারের মধ্যে ভরে যোগাযোগ করেন কাটাওবা সায়েন্স সেন্টারের কর্তৃপক্ষের সাথে। এরপর সেই সায়েন্স সেন্টারের কর্তৃপক্ষ ওই মহিলার বাড়িতে গিয়ে সেই সাপটিতে উদ্ধার করে নিয়ে যান। সম্প্রতি এই ভিডিওটি তিনি নিজের ফেসবুকে পোস্ট করে সেটার ক্যাপশনে লিখেছেন, ‘ডাবল ট্রাবল’। এমনকি ওই বিজ্ঞান সংস্থা অত্যন্ত খুশি মহিলার এ ধরনের আচরণে। ‌তবে এধরনের সাপ দেখতে ভয়ঙ্কর হলেও এর কোনোরকম বিষ নেই।

Related Articles