ডিম ভাঙতেই দেখা মিলল দুই মাথাওয়ালা ‘বিরল প্রজাতির’ সাপ, ভাইরাল ভিডিও
ওই ব্যক্তি একটি করে ডিম ভাঙছেন আর সেখান থেকে সদ্যোজাত সাপেরা বেরিয়ে আসছে।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিমেষের মধ্যে গোটা পৃথিবীর সাথে সকলের পরিচয় ঘটে যাচ্ছে। পৃথিবীর কোথায় কি ঘটছে, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কোন প্রাণিজগতের সৃষ্টি হচ্ছে তার সবটাই নিমেষে জেনে নেওয়া যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। আর এর পাশাপাশি তো আছেই বিভিন্ন রকম মনোরঞ্জনমূলক ও গা শিউরে ওঠার মতন ঘটনা। যেগুলো দেখে মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি রীতিমতো তাজ্জবও হয়ে উঠছেন। যা সোশ্যাল মিডিয়া খুললেই প্রমাণ মেলে।
বহু পুরোনো একটি বাংলা প্রবাদ রয়েছে ‘দু-মুখো সাপ’ (Two Headed Snake)। কোনো মানুষ যদি এক কথা আপনাকে আরেক কথা আপনার বন্ধুকে বলে তাহলে তখন তাঁকে দুমুখো সাপ বলা হয়। অর্থাৎ এতে বোঝানো হয় যে সেই মানুষ দুদিকেই মদত দিচ্ছে। তবে এই দুমুখো সাপের আসল ব্যাখ্যা অনেকেরই জানা নেই। তবে কি সত্যি পৃথিবীতে দুমুখো সাপ রয়েছে? যা বাস্তবে দেখা যায় না, তাই ধরা দেয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি সেরকমই এক দু-মুখো সাপের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি ট্রেতে অনেকগুলো ডিম নিয়ে বসেছেন। আর সেই সমস্ত ডিমগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো সাপের ডিম। ওই ব্যক্তি একটি করে ডিম ভাঙছেন আর সেখান থেকে সদ্যোজাত সাপেরা বেরিয়ে আসছে। তবে সাপেদের সম্পর্কে ওই ব্যক্তি যে ভীষণভাবে দক্ষ তা তাঁর আচরণ দেখেই প্রমাণ মিলছে। তিনি প্রশিক্ষণপ্রাপ্তও বটে। আর ডিম ফুটে যখন সাপের বাচ্চা বেরোচ্ছে তখন ওই ব্যক্তি খুবই উত্তেজিত হচ্ছেন তা ভিডিওটি থেকে স্পষ্ট।
আর হঠাৎই সেই সমস্ত ডিমগুলোর মধ্যে একটি ডিম থেকে বেরিয়ে আসে দু-মাথাওয়ালা বিশিষ্ট একটি শিশু সাপ। আর এই ঘটনা দেখে ওই ব্যক্তিটি জানায় যে এটি তাঁর দেখা জীবনের অত্যন্ত বিরতম ঘটনা। সম্প্রতি ‘জয় প্রিহিস্টোরিক পেটস’ (Joy Prehistoric Pets) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় বিরল প্রজাতির দুমাথাওয়ালা বিশিষ্ট এই সাপের ভিডিও। যা বর্তমানে গোটা নেট দুনিয়া জুড়ে ব্যাপক ভাইরাল। ইতিমধ্যে ভিডিওটির ভিউজ পৌঁছে গেছে প্রায় কয়েক লক্ষের কাছাকাছি। পাশাপাশি ভিডিওটিকে লাইক করেছেন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ।