×

বাড়ির ভিতরে ঢুকে পড়েছে বিরল প্রজাতির দু’মাথাওয়ালা সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

স্থানীয়দের দাবি অনুযায়ী, সাপটি হঠাৎই জঙ্গল (Forest) থেকে বেরিয়ে এলাকার এক ঘরে প্রবেশ করে ফেলে।

দেশের জনসংখ্যা বেড়েই চলেছে। বন-জঙ্গল কেটে তৈরি হচ্ছে কলোনি, তৈরি হচ্ছে অট্টালিকা। এই অবস্থায় বহু বন্য জীবজন্তুদের লোকালয়ে প্রবেশ করতে দেখা যায়। কোনো কোনো এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বন্য জীবজন্তুদের উপরে আক্রমণ করে মেরে ফেলেন বা ক্ষতি করেন। কেউ কেউ আবার আক্রমণ না করলেও বন্দি করেন বা ভিডিও বানান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এলেই বিভিন্ন ধরণের জীবজন্তুদের দেখার সুযোগ পান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে নেটিজেনদের। সাধারণত সাপের নাম শুনলেই মানুষজনকে আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়। সামনে দেখলে অনেকেই অজ্ঞান হয়ে যান। এবার, আপনি যদি সেই দলেই পড়েন এবং কখনও সামনে এক মাথা বিশিষ্ট সাপের বদলে দুই মাথা বিশিষ্ট সাপ দেখে ফেলেন, তখন কী হতে পারে ভেবে দেখেছেন?

অবিশ্বাস্য মনে হলেও দুই মাথা বিশিষ্ট সাপের অস্তিত্ব রয়েছে। এইরকম একটি সাপ দেখতে পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার এক ভিডিওটিতে (Snake Viral Video)। দাবি করা হয়েছে ভিডিওটি ওড়িশার (Odisha) কেওনঝড় জেলার দেহেনকিকোটে বনাঞ্চল এলাকার। ওই এলাকায় হঠাৎই একদিন সাপ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের দাবি অনুযায়ী, সাপটি হঠাৎই জঙ্গল (Forest) থেকে বেরিয়ে এলাকার এক ঘরে প্রবেশ করে ফেলে।

ভিডিওটি চর্চায় থাকার অন্যতম কারণ হল সাপটির শরীর একটি হলেও দুটি মাথা রয়েছে। এবার, সাপটির মস্তিস্ক যেহেতু আলাদা, তাই আচরণও ভিন্ন প্রকৃতির। সামনে থাকা খাবারের জন্য দুই মাথাকে একে অপরের সঙ্গে লড়াইও করতে দেখা গেছে। যার ফলে, ভিডিওটি আরওই দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে নেটিজেনদের।

Related Articles