গাছের ডালে বসে রোমান্সে মাতলেন দুটি টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরনের মজাদার ও লোমহর্ষক ভিডিও। সোশ্যাল মিডিয়ার একদিকে যেমন বিভিন্ন মানুষের প্রতিভামূলক ভিডিওগুলো ভাইরাল হয়ে চলেছে ঠিক সেরকমই আরেক দিকে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের নানারকম অদ্ভুত কর্মকান্ড। যার কারনে বর্তমানে মানুষের থেকেও পশুপাখিদের ভিডিওগুলি বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে প্রতিটি নেট নাগরিকের কাছে। যদিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় টিয়া পাখিদের বিভিন্ন ভিডিও বেশ ভাইরাল হয়ে থাকে।
আমরা প্রত্যেকেই জানি টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিরা হুবহু মানুষের মতো কথা বলতে পারে। আর একে অপরের প্রতি ভালবাসা মানুষের পাশাপাশি পশু পাখিদের মধ্যেও কমবেশি লক্ষ্য করা যায়। এর আগে সাধারণত টিয়াপাখিদের কথা বলার ভিডিও সবচেয়ে বেশি পরিমাণে ভাইরাল হলেও বর্তমানে টিয়া পাখিদের নিত্যনতুন কর্মকাণ্ডগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে গোটা দুনিয়ায়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল নজর কাড়লো প্রতিটি মানুষের।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি খোলা পরিবেশে দুটো সবুজ রঙের টিয়া পাখি একে অপরের সাথে খেলায় মত্ত। আর তারপরে একটি টিয়া পাখি তার দুটো ডানা খুলে অন্য টিয়া পাখির ঠোঁটে টোকা দিয়ে নাচতে শুরু করলো। এরপর পাখি দুটো একটি ঝুলন্ত রিং-এর মধ্যে খেলা শুরু করে। ঝুলন্ত রিং-এর মধ্যে খেলা করাকালীন মাঝে মাঝে একে অপরের সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে কথা বলতেও দেখা যায় পাখি দুটোকে। যদিও তাঁদের ভাষা এখনো পর্যন্ত মানুষের বোধগম্য হয়ে ওঠেনি তাই তারা কি কথা বলছে তা স্পষ্টত জানা যায়নি।
সম্প্রতি ‘প্যারট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় দুটো টিয়াপাখির প্রেম নিবেদনের এই ভিডিওটি। তবে এছাড়াও চ্যানেলটিতে ভিজিট করলে দেখা যাবে সেখানে এ ধরনের আরো বহু টিয়া পাখিদের ভিডিও রয়েছে। আর এই ভিডিওটির মতো সেগুলোও বেশ জনপ্রিয়। সম্প্রতি এই ভিডিওটি প্রায় ৮ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। পাশাপাশি ভিডিওটিকে লাইক করার পাশাপাশি বহু মানুষকে বিভিন্ন রকম মন্তব্য করতে দেখা গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্সে।