অবিকল মানুষের মতোই নিজেদের মধ্যে কথা বলছে দুটি টিয়া পাখি, ভাইরাল ভিডিও
পাখি দুটো পরস্পরকে নিজেদের নামেও ডাকছে। আর স্বাভাবিকভাবেই টিয়া পাখিদের এ ধরনের কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক প্রতিটি মানুষ।

ইন্টারনেটের এই যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হয়ে চলেছে। যা দেখলে রীতিমতো হুঁশ উড়তে বাধ্য সকলের। আর এই ইন্টারনেটের যুগের সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হল সোশ্যাল মিডিয়া। ইন্টারনেট ব্যবহার করেন অথচ সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি টপিক হল ভাইরাল ভিডিও। যার মাধ্যমে বিভিন্ন মানুষের পাশাপাশি দেখা যায় বিভিন্ন পশু পাখিদের কাণ্ডকারখানা। সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন মানুষের ভিডিওগুলো দেখে মনোরঞ্জন পান ঠিক আরেক শ্রেণীর মানুষ প্রথমে খোঁজেন বিভিন্ন পশু পাখিদের ভিডিও।
সোশ্যাল মিডিয়ার পর্দায় এর আগে এ ধরনের পশু পাখিদের ভিডিও বহুবার ভাইরাল হতে দেখা গিয়েছে। যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন টিয়া পাখিদের কথা বলার ভিডিও। যেখানে কখনো টিয়া পাখিদের দেখা গিয়েছে হুবহু মানুষের ন্যায় কথা বলতে আবার কখনো কখনো দেখা গিয়েছে অবিকল মানুষের মতো গলা নকল করে গান গাইতে। আর এই সমস্ত কিছুই বেশ আনন্দের সহিত উপভোগ করেছেন প্রতিটি মানুষ। সম্প্রতি সেরকমই আবার দুটো টিয়া পাখির ভিডিও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে নেট দুনিয়ার পর্দায়। যেখানে উঠে এসেছে দুটো টিয়া পাখির এক অদ্ভুত কর্মকাণ্ড।
এমনকি পাখি দুটো বর্তমানে হয়ে উঠেছে ইন্টারনেটের অন্যতম সেন্সেশন। সাধারণত এ ধরনের কান্ডগুলি সরাসরি চোখে না পরলেও তা দেখার একমাত্র মাধ্যম সোশ্যাল মিডিয়া। যার কারণে প্রতিনিয়তই চোখ রাখতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, দুটো সবুজ রঙের টিয়া পাখি অবিকল মানুষের মতো করে পরস্পরের সাথে ঝগড়া করছে। আর যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছে সমস্ত নেট নাগরিক।
‘টকিং প্যারট’ (Talking Parrot) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই দুটো টিয়া পাখির ঝগড়ার ভিডিওটি। যা বর্তমানে ঝড়ের গতিতে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়। ভিডিওটি থেকে জানতে পারা যায় ওই দুটো টিয়া পাখির নাম ‘মিঠু’ ও ‘টাইগার’। এমনকি পাখি দুটো পরস্পরকে নিজেদের নামেও ডাকছে। আর স্বাভাবিকভাবেই টিয়া পাখিদের এ ধরনের কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক প্রতিটি মানুষ। যার ফলে ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।