দুটি কিং কোবরা সাপকে উদ্ধার করতে গিয়ে নাজেহাল ব্যাক্তি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
'মুরলীওয়ালে হৌসলা’ নামক একজন সাপ উদ্ধারকারীর ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে নিঃসন্দেহে প্রতিটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। মনোরঞ্জন উপভোগ করার পাশাপাশি নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলোকে সকলের মাঝে প্রকাশ করতেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছে বহু মানুষ। এমনকি সে দিক থেকে পিছিয়ে নেই বিভিন্ন পশুপাখিরাও। সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো এমন ধরনের ভিডিও ভাইরাল হয় যা সচরাচর দেখতে পাওয়া খুবই দুষ্কর। বিশেষ করে বিভিন্ন সাপের ভিডিও সবচেয়ে বেশি নজর করে প্রতিটি মানুষের। বাস্তবে সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আপনাদের ভিডিওগুলো বেশ আনন্দে সহিত উপভোগ করেন আট থেকে আশি।
সোশ্যাল মিডিয়ায় এর আগেও বহুবার বহু সাপের কীর্তিকলাপ চোখে পরেছে। সে সমস্ত ভিডিওগুলোতে কখনো দেখা গিয়েছে সাপের শঙ্খ লাগা আবার কখনো কখনো দেখা গিয়েছে ফনা তুলে তেরে আসতে। আবার কখনো কখনো দেখা গিয়েছে সাপকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক একটি সাপের ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। আসলে এ ধরনের ভিন্ন ভিন্ন পশু পাখিদের ভিডিও প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে।
সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় তুমুল ভাইরাল হয়েছে। আর যা দেখে গা শিউরে উঠেছে প্রত্যেকের। সাপ হলো এমন একটি প্রাণী যাকে দেখে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কেউ নিজেকে যতই রাঘব বোয়াল বলে দাবি করুক না কেন তাঁর সামনে সাপ এসে পরলে সামান্য একটু হলেও তার মনে ভীতির সঞ্চার হবে। কারণ সাপ নিজের একটি ছোবলেই যেকোনো প্রাণীকে মৃত্যুর কোলে ঠেলে দিতে সক্ষম। সম্প্রতি উত্তরপ্রদেশের জৌনপুরের ‘মুরলীওয়ালে হৌসলা’ নামক এক সাপ উদ্ধারকারীর ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যিনি প্রায় গত ২২ বছর ধরে সাপ উদ্ধারকার্যের সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ তিনি একজন অত্যন্ত দক্ষ সাপ উদ্ধারকারী। কিছুদিন আগে উড়িষ্যার একটি গ্রামে দুটো কিং কোবরা সাপ উদ্ধার করতে গিয়ে একটি ভয়ংকর ঘটনার সম্মুখীন হন তিনি। ইউটিউবে আপলোড করা কুড়ি মিনিট লম্বা এই ভিডিওটিতে দেখা গিয়েছে, উড়িষ্যার একটি গ্রামে তিনি সাপ উদ্ধার কাজে গিয়ে একটি বাড়ি থেকে ৪-৬ ফুট ও ৮-১০ ফুট লম্বা দুটো কিং কোবরা সাপ উদ্ধার করেছেন। সাপগুলোকে উদ্ধার করাকালীন তিনি সকলকে বারবার সতর্ক করে বলেছেন যে, “সাপকে কখনোই মারা উচিত নয় বরং উদ্ধারকারী কর্মীদের খবর দেওয়া উচিত”।