শাড়ি পরে ‘দোলা রে দোলা’ গানে উদ্দাম নাচ দুই জাপানিজ যুবতীর, ভাইরাল ভিডিও
জাপান দেশের দুই তরুণীকে 'ডোলা রে ডোলা' গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

‘ডোলা রে ডোলা’ (Dola Re Dola) গানের কথা মনে আছে? শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও কবিতা কৃষ্ণমূর্তির (Kavita Krishnamurthy) কণ্ঠে গাওয়া এই গান শোনেননি খুব কম মানুষই আছেন। এদিকে প্রশিক্ষিত শিল্পী না হলেও এই গানে কোমর দোলাননি খুব কম মেয়েই আছেন। গানটি কানে পড়লেই প্রথমে যাঁদের মুখগুলো ভেসে ওঠে, তাঁরা হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)।
২০০২ সালে শাহরুখ খান অভিনীত ‘দেবদাস’ (Devdas) সিনেমার দৌলতে সাধারণ মানুষ ‘ডোলা রে ডোলা’ গানের সাক্ষী হওয়ার সুযোগ পান। এই গানে বহু ভারতীয় একসময়ে তাল মিলিয়েছেন। এরপরে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে। বর্তমানে এই গান শুধুমাত্র মাত্র ভারতেই নয়, বিদেশেও জনপ্রিয়। ইউটিউব শর্টস, টিকটক ও ইনস্টাগ্রাম/ফেসবুক রিলস-এর দৌলতে এই গান বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। এমনটা জানতে পারা গেল এক ভাইরাল ভিডিওর দৌলতে।
সম্প্রতি এই জনপ্রিয় গানের একটি রিল ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মা ইয়ো জাপান’ (MaYoJapan) ইনস্টাগ্রাম আইডি থেকে। ক্যাপশনে “ডোলা রে ডোলা ফ্রম জাপান’ লেখা থাকতে দেখা যায়। ভিডিওটিতে জাপান দেশের দুই তরুণীকে ‘ডোলা রে ডোলা’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। দুই তরুণী পরণে কোনো বিদেশী পোশাক পরিধান করেননি। বরং ভারতের তথা বাংলার ঐতিহ্যের কথা মাথায় রেখে লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি ও ম্যাচিং ব্লাউজ পরেন।
ভিডিওটিতে দুইজনেই খুব সুন্দরভাবে গানের হুক স্টেপগুলো অনুসরণ করেন। একইসঙ্গে দুইজনে নৃত্য পরিবেশন করার সময়ে দুর্দান্ত এক্সপ্রেশনও দেন। যা মন জয় করে নেয় নেটিজেনদের। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে নেটিজেনদের দৃষ্টিতে আরও আকর্ষণীয় করে তোলে। নেটিজেনরা পোস্টের কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং হাজারে হাজারে মানুষ ভিডিওটিতে লাইক করেছেন।