খোলা আকাশের নীচে দুর্ধর্ষ লড়াইয়ে মত্ত দুটি সিংহ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একটি বিস্তীর্ণ বলের মধ্যে দুটো বৃহৎ আকৃতির পুরুষ সিংহ নিজেদের মধ্যে লড়াইয়ে মত্ত হয়েছে।

বর্তমানে ইন্টারনেটের যুগে প্রতিনিয়তই কত কিছু না ভাইরাল হয়ে চলেছে। যা দেখলে যেকোনো মানুষেরই হুশ উড়ে যেতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিভার ভিডিও ভাইরাল হয়ে চলেছে ঠিক সেরকমই আরেক দিকে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের কর্মকাণ্ড। এমনকি একশ্রেণীর মানুষ সবার প্রথমে পছন্দ করেন এই পশুপাখিদের ভিডিওগুলো। এই ভিডিওগুলোর জনপ্রিয়তা মানুষের ভিডিওর চাইতে কোনো অংশে কম যায়না।
সম্প্রতি সেরকমই ইউটিউবের একটি ভিডিও তুমুল সাড়া ফেলেছে ইন্টারনেটের গলিতে গলিতে। যেখানে দেখা যাচ্ছে দুটো সিংহের দুর্ধর্ষ লড়াইয়ের ভিডিও। সাধারণত সিংহ কে বলা হয় বনের রাজা। যার কারণে এর থেকে দূরত্ব বজায় রেখে চলতেই সকলে পছন্দ করেন। এর আগেও সিংহের দ্বারা বিভিন্ন বন্যপ্রাণী শিকারের ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যেখানে দেখা গিয়েছে সিংহকে দুর্দান্ত কায়দায় ফাঁদ পেতে নিজের শিকার ধরতে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখে রীতিমতো তাজ্জব প্রতিটি নেট নাগরিক।
ভাইয়ের ভিডিওটি আমাদের প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে। তাই আর দেরি না করে চটপট ভিডিওটিকে দেখে নিন। যদিও এ ধরনের সচরাচর ঘটনা আপনি বাস্তবে দেখতে পাবেন কিনা সন্দেহ। যার ফলে এ ধরনের ভিডিও গুলো দেখার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এ ধরনের ভিডিও গুলো দেখতে পাওয়া সাত জন্মের তপস্যার বিষয়। কারণ খুবই নিখুঁত হয় এসব দৃশ্যগুলি। এছাড়াও এ ধরনের পশু পাখিদের লোকালয়ে খুব একটা চোখে না পরার কারণে এ ধরনের দৃশ্য দেখাও যায় না।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বিস্তীর্ণ বলের মধ্যে দুটো বৃহৎ আকৃতির পুরুষ সিংহ নিজেদের মধ্যে লড়াইয়ে মত্ত হয়েছে। এমনকি তাদের লড়াই দেখতে সেখানে হাজির হয়েছে আরো পাঁচটি সিংহী। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোনো শিকারকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে এ ধরনের লড়াই বেঁধেছে। আসলে হিংসা সব প্রাণীর মধ্যেই বর্তমান। আর সেদিক থেকে বাদ যায়না বিভিন্ন বন্যপ্রাণীও। খাদ্য ও বাসস্থান সবকিছু নিয়েই তাঁদের মধ্যে মাঝে মাঝেই লড়াই বাঁধে। আর তাই এবার উঠে এলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে এই লড়াইয়ের ভিডিওটি শেয়ার করা হয়। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে।