বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল, রাস্তা পেরোচ্ছে এক বিশালকার পাইথন সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও অনায়াসে দেখতে পায়।

সাপের কথা শুনলেই ভয়ে পেয়ে যায় মানুষ। আর কথা যদি কথা ওঠে পাইথনের, তখন টিভিতে দেখেও শিউরে ওঠে দর্শক। আর এমন করাটাই স্বাভাবিক। একেই সাপ তার উপরে এত বড়ো যে মানুষকেও গিলে খেতে পারে। ধরুন যদি আপনার সামনে একটি পাইথন চলে আসে! সম্প্রতি ভাইরাল ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার এক সুবিশাল পাইথন রাস্তা পার হচ্ছে।
গোটা পৃথিবীতে দক্ষিণ আমেরিকাতে সব থেকে বেশি অ্যানাকোন্ডার বা পাইথনকে দেখতে পাওয়া যায়। এই সাপের মধ্যে বিষ না থাকলেও সবুজ পাইথন প্রজননের সময় আস্ত মানুষ বা পশু গিলে খেয়ে ফেলতে পারে। এরা মূলত শিকারকে কুণ্ডলী পাকিয়ে আধ মোরা করে তারপরে গেলে। এই সবুজ রঙের পাইথন বিশেষ আক্রমনাত্বক হয় না বলে জানা গিয়েছে। তবে এই সাপের বিশাল শরীরকেই সবাই ভয় পায়।
‘স্নেক ওয়াইল্ড’ (Snake Wild) নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়ে ছিলো। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের একটি বিশাল পাইথন একটি ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে অন্যদিকের ঝোপের দিকে যাওয়ার জন্যে রাস্তার মাঝ বরাবর দিয়ে হেলে দুলে চলছে। সাপটি রাস্তা পারাপার করার সময় কারোর কোন ক্ষতি না করলেও গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
View this post on Instagram
ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই স্থানে উপস্থিত রাস্তার সমস্ত গাড়ির চালক ঘটনাটি দেখে রাস্তায় থমকে দাড়িয়ে পড়েছেন। ইতিমধ্যে ২০ হাজারের উপরে সোশ্যাল মিডিয়া ভিডিওটি লাইক করেছেন এবং ভিডিওটির ভিউজ পৌঁছে গেছে প্রায় লক্ষ্যের কাছে।