×

ঘন জঙ্গলের মধ্যে ষাড়কে ধাওয়া করল বাঘ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাঘটিকে এক গৌর অর্থাৎ বনগরুকে তাড়া করতে দেখা গেছে। উল্লেখ্য, এই বনগরু ভারতীয় বাইসন নামেও পরিচিত।

বাঘের আতঙ্ক কার নেই? ছোটোবেলায় শোনা গল্প হোক বা টিভিতে দেখা কার্টুন, সর্বত্রই বাঘমামার হিংস্রতার গল্প বিদ্যমান। জঙ্গলের প্রাণী থেকে লোকালয়ের সাধারণ মানুষ সবার মনেতেই বাঘ নামক প্রাণীটি ত্রাসের সঞ্চার করে। ছোট বেলায় বাঘের গল্প পড়ে অনেকেরই ঘুম আসতো না। এখনও এমনকি অনেকে বাঘের সিনেমা দেখে ফেললে স্বপ্নে বাঘ দেখে আঁতকে ওঠেন। ‘মুগলি’ সিনেমার ‘বাঘিরা’ হোক বা ন্যাশনাল জিওগ্রাফির আসল বাঘ, সমস্তরূপেই এই প্রাণী আতঙ্ক ছড়াতে সক্ষম। এবার, এই বাঘই যদি কখনও আপনাকে তাড়া করে আপনি কী করবেন ভেবে দেখেছেন?

সম্প্রতি এমনই একটি বাঘের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একটি বাঘের তাড়া করার দৃশ্য ভিডিও আকারে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। না ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে বাঘটি কোনো মানুষকে তাড়া করেনি। তবে ভিডিওটিতে বাঘটিকে এক গৌর অর্থাৎ বনগরুকে তাড়া করতে দেখা গেছে। উল্লেখ্য, এই বনগরু ভারতীয় বাইসন নামেও পরিচিত।

ভিডিওটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে, বাঘটি গৌরকে ভোজন বানানোর উদ্দেশ্যে এগোয়নি, শুধুই তাড়া করছিল। কিন্তু এই তাড়াই যে গৌরটিই মরণ-বাচণের দৌড় ছিল তা গৌরটির দৌড় দেখে স্পষ্ট বোঝা যায়। কোনোরকমে জঙ্গলের নিচু এলাকা থেকেই বেরিয়ে রাস্তার দিকে দৌড়ে পালাতে দেখা যায় গৌরটিকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সুরেন্দ্র মেহরা আইএফএস’ (Surendra Mehra IFS) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা, “তাড়া করার ট্রায়াল ফেজ নাকি?” আরও লেখা থাকে, “এ বাঘ ভারতীয় বাইসনকে তথা গৌরকে তাড়া করার চেষ্টা করছে। আপনি কি জানেন ভারতে কোনো বাইসন নেই?” উল্লেখ্য, এই ভিডিও দেখে যেখানে কিছুজন আতঙ্কিত অনুভব করেছেন, সেখানে কিছুজন আবার এই অদেখা দৃশ্য দেখে মজাও পেয়েছেন।

Related Articles