×

Viral Video: হুবহু মানুষের মতো পড়াশোনায় মত্ত তিন বাঁদর ছানা, ভাইরাল ভিডিও

পুরো মানুষের মতো পড়াশোনা করতে দেখা যায়। তিনজনকেই স্কুল ইউনিফর্ম পরে তাঁদের মালিকের কাছে বসে চুপচাপ লেখাপড়া করতে দেখা যায়।

Viral Video: সময়ের সঙ্গে এই পৃথিবীতে প্রযুক্তিগত উন্নতির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা দিয়েছে। প্রযুক্তিগত উন্নতির সোজাসুজি প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে নেট মাধ্যমে। প্রযুক্তিগত উন্নতির কারণেই বর্তমানে এক ক্লিকে বহু অজানা তথ্য জানতে পারা যাচ্ছে। সহজেই দেখা যাচ্ছে নানান ফটো ও ভিডিও(Viral Video)। এককথায় প্রযুক্তিতে উন্নতির কারণে বর্তমানে পুরো বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে।

Viral Video

ইন্টারনেট যুগের এক অন্যতম জনপ্রিয় বিভাগ হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় বর্তমান যুগে আট থেকে আশি সবাই ব্যস্ত। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান রকমের ফটো ও ভিডিও দেখতে পাওয়া যায়। বিনোদনমূলক ভিডিও, জ্ঞানমুলক ভিডিওর সমাহার এই সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে দূর দুরান্তের বিভিন্ন ঘটনা সম্পর্কেও অবগত থাকা যায়।

এখানে দেখুন : অবিকল মানুষের মতোই দরদাম করে বাজার থেকে ফল কিনছে খুদে বাঁদর, তুমুল ভাইরাল ভিডিও

এই সোশ্যাল মিডিয়াতেই (Social Media) সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটিতে দুটি ছেলে বানর ছানা ও একটি মেয়ে বানর ছানাকে পুরো মানুষের মতো পড়াশোনা করতে দেখা যায়। তিনজনকেই স্কুল ইউনিফর্ম পরে তাঁদের মালিকের কাছে বসে চুপচাপ লেখাপড়া করতে দেখা যায়। দুটি ছেলেকে হাফ প্যান্ট ও শার্ট এবং মেয়েটিকে স্কার্ট ও শার্ট পরে বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য, বানর তিনটির মালিক মাতৃস্নেহে তিনজনের লালন পালন করছেন। এমনকি তিনি মানবশিশুর মতো বানরছানাগুলোকে ডাইপারও পরিয়েছেন।

Viral Video:

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মলি মাঙ্কি’ (Moly Monkey) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। ভিডিওটি দর্শকদের খুব পছন্দ হয়েছে। ফলস্বরূপ ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩৮ হাজার অতিক্রম করে ফেলেছে।

Related Articles