×

‘চুনারি চুনারি’ গানে দুর্দান্ত বেলি ড্যান্স তিন সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

'চুনারি চুনারি' গানের তালে দুর্দান্ত কায়দায় নেচে সকলকে তাক লাগালেন একদল সুন্দরী যুবতী।

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন ধরনের ভাইরাল টপিকের সমাহার। যার কারনে কোনো কিছু জনপ্রিয়তা পেলেই তা সবার প্রথমে নজরে আসে সোশ্যাল মিডিয়ার পর্দায়। সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হয়। যেগুলোর মধ্যে কোনো কোনো ভিডিও দেখে মানুষের ঘুম উড়ে যায় আবার কোনো কোনো ভিডিও বেশ আনন্দ দেয় প্রত্যেককে। আবার কখনো কখনো এমন ধরনের ভিডিও ভাইরাল হয় যা দেখে ভয়ে কাঁপুনি উঠে যায় প্রত্যেকের। অর্থাৎ এক কথায় বলা চলে যে বর্তমান যুগের মানুষের কাছে সোশ্যাল মিডিয়া একদম পারফেক্ট এন্টারটেইনমেন্ট ক্ষেত্র।

তবে সোশ্যাল মিডিয়া যে শুধুমাত্র মনোরঞ্জনের ক্ষেত্র এমনটা নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগারের পাশাপাশি নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলোকে প্রতিনিয়তই তুলে ধরছে গোটা বিশ্বের মানুষ। যেগুলোর মধ্যে বিভিন্ন বয়সী মানুষের নাচের ভিডিও সবচাইতে বেশি নজর করে প্রতিটি মানুষের। আবার নাচ বিভিন্ন ধরনের থাকলেও বর্তমানে বাজার কাপাচ্ছে একটি নতুন ধরনের নাচ। যাকে বেলি ডান্স (Belly Dance) বলা হয়। এই নাচ মূলত আগে বিদেশে প্রচলন থাকলেও বর্তমানে ভারতেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি বলিউডের সালমান খান, করিশমা কাপুর এবং সুস্মিতা সেন অভিনীত জনপ্রিয় সিনেমা ‘বিবি নাম্বার ওয়ান’ এর ‘চুনারি চুনারি’ গানের তালে দুর্দান্ত কায়দায় নেচে সকলকে তাক লাগালেন একদল সুন্দরী যুবতী। এই গানটির আসল ভিডিওতে মূলত ক্লাসিক্যাল নাচ দেখানো হলেও বেলি ডান্স করার জন্যও এটি একটি পারফেক্ট গান। যার কারণে এই যুবতীর দল বেঁছে নিয়েছেন এই গানটিকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই দিন সুন্দরী যুবতীর পরনে রয়েছে নানা বর্ণের টুপিস ঘাগড়া চোলি। তার সাথে খোলা চুল, ন্যুড মেকআপ ও বেলি ডান্সের জুয়েলারিতে নিজেদের পুরো হটবম্ব বানিয়ে তুলেছেন ওই তিন সুন্দরী যুবতী।

সম্প্রতি, ‘জয় মা ভবানী’ (Jai Ma Bhawani) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় ওই তিন সুন্দরী যুবতীর দুর্দান্ত কায়দায় করা বেলি ডান্সের এই ভিডিওটি। যা বর্তমানে পৌঁছে গিয়েছে কয়েক হাজার মানুষের কাছে। পাশাপাশি ভিডিওটিকে দেখে লাইক করেছেন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ। ‌ এছাড়াও ভিডিওটির প্রতিটি কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তাঁদের সেক্সি কোমরের ঠুমকা ও শরীরী হিল্লোলে ঘায়েল হয়েছেন প্রতিটি সাইবারবাসী। যার কারণে ভিডিওটি জনপ্রিয়তা পেতে বেশি একটা সময় লাগেনি।

Related Articles