রাস্তার মাঝে ‘বরসো রে মেঘা মেঘা’ গানে উদ্দাম নাচ তিন সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও
প্রকাশ্য রাস্তায় সুপারহিট হিন্দি গানে উদ্দাম নাচ তিন সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও।

বলিউডে এমন কিছু কিছু গান রয়েছে যেগুলো বেশ পুরোনো হলেও আজও রয়েছে ঠিক আগের মতই জনপ্রিয়। আর এই এভারগ্রীন গানগুলো হামেশাই ভাইরাল হয়ে চলে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেরকমই একটি এভারগ্রীন গান হল ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত ‘গুরু’ সিনেমার ‘বারসো রে মেঘা মেঘা’ গানটি। একসময় বৃষ্টিতে ভিজে এই গানটিতে অভিনয় করে সকলকে মাতিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। যা আজও মনে লেগে রয়েছে তাঁর অগণিত ভক্তদের।
সময়ের সাথে সাথে মানুষের বিনোদনের মাধ্যম বদলালেও বদলে যায়নি এই গানের জনপ্রিয়তা। আগে এই গানগুলো উপভোগের মাধ্যম কেবলমাত্র টিভি থাকলেও বর্তমানে তার জায়গা দখল করেছে মুঠোফোন। আর মুঠোফোন মানেই সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম। স্মার্টফোন ব্যবহার করেন অথচ সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। যার কারণে দিন দিন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর এই সোশ্যাল মিডিয়ার পর্দাতেই এবার ভাইরাল হল ঐশ্বর্য রাই বচ্চনের সেই ‘বরসো রে মেঘা মেঘা’ গানের একটি কভার ভিডিও।
সম্প্রতি ভাইরাল হওয়া তিন যুবতীর ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁদের প্রত্যেকের পরনে রয়েছে গোলাপি রঙের কুর্তি, ফ্লোরাল প্রিন্টেড সাদা পাটিয়ালা ও একটি করে সাদা ওড়না। তার সাথে মানানসই সাজে নিজেদের সাজিয়ে তুলেছেন তারা। নাচের জন্য ওই তিন সুন্দরী যুবতী যে জায়গাটিকে বেছে নিয়েছেন তা পুরোপুরি অনবদ্য। যেটি বিশেষ করে নজর কেড়েছে প্রত্যেকের। আর তাঁদের অসম্ভব শরীরী হিল্লোল দেখে ঘায়েল হয়েছেন সকলে। তাঁদের নাচের সাথে ছিল দুর্দান্ত তাঁদের অঙ্গভঙ্গি ও অঙ্গ প্রত্যঙ্গের পারদর্শিতা। যা একশ্রেণীর মানুষের ব্যাপকভাবে নজর কেড়েছে।
সম্প্রতি ‘ওয়ান স্টপ ডান্স’ (One Stop Dance) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই তিন সুন্দরী যুবতীর নাচের এই কভারটি। যা বর্তমানে পৌঁছে গিয়েছে প্রায় ৮.৯ মিলিয়নের গণ্ডি। অর্থাৎ ইউটিউবে প্রায় ৯০ লক্ষ্যের কাছাকাছি মানুষ এই ভিডিওটিকে দেখে ফেলেছেন। শুধু কি তাই ভিডিওটি দেখে ভিডিওটির কমেন্ট বক্সে উপচে পরছে নেটিজেনদের বিভিন্নরকম প্রশংসা বাক্য।