×

Viral Video: ক্লাসরুমে হুবহু রাশ্মিকার স্টাইলে ‘সামি সামি’ গানে উদ্দাম নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও

হলুদ রঙের ছাপা শাড়ি পরে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সিনেমার গানে নাচ করতে দেখা যায়।

Viral Video: সারা দিনের ক্লান্তির পরে একটু মনোরঞ্জনের খোঁজে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন সাধারণ মানুষ। দিনে কাজের মাঝে ফাঁকে ফোঁকরে অবসর সময়ে অনেকে বিনোদন খুঁজে থাকেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। দূর দুরান্তের ভিডিও ( Viral Video) সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাওয়া যায়। জ্ঞান আহরণ থেকে বিনোদন সবই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। আজকের প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্ম ছাড়া জীবন অচল। আর তাই সোশ্যাল মিডিয়া বর্তমানে নেটিজেনদের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

Viral Video

বর্তমানে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোতে দীর্ঘ ভিডিও বানানোর সঙ্গে শর্ট ভিডিও বানানোর অপশনও দেওয়া হয়েছে। যার ফলে আজকাল বহু মানুষকে শর্টস বা রিল ভিডিও ( Viral Video) বানাতে দেখা গেছে। এই রিল ভিডিওয় আজকাল সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এই রিল ভিডিওগুলোর দৌলতে আজকাল অনেকে আবার ভাইরালও হচ্ছেন।

এখানে দেখুন :  স্কুল ছাত্রদের সামনে ‘পাতলি কামারিয়া’ গানে তুমুল নাচ সুন্দরী শিক্ষিকার, ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি এমনই এক রিল ভিডিও ভাইরাল (Viral Reel Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে সবুজ রঙের ব্লাউজ, হলুদ রঙের ছাপা শাড়ি পরে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সিনেমার গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘পুষ্পা’ সিনেমার ‘সামি সামি’ গান এবং এই গানেতে তাঁকে সিনেমার নায়িকা রশ্মিকা মন্ধনার (Rashmika Mandanna) মতো ডান্স করতে দেখা যায়।

Viral Video:

জানা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম অনিন্দিতা ভট্টাচার্য (Anindita Bhattacharya)। ভিডিওটি তিনি নিজেই নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “ডিপার্টমেন্টের ফ্রেশার্স পার্টিতে ‘সামি সামি’ ডান্স”। ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল অনিন্দিতার ডান্স স্টেপগুলো। কারণ তিনি নাচার সময় রশ্মিকার হুক স্টেপগুলো হুবহু অনুসরণ করেন। রিল ভিডিওটি বহু নেটিজেনের পছন্দ হয়েছে। ফলস্বরূপ অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছে পোস্টের কমেন্ট বক্সে।

Related Articles