×

থেমে গিয়েছে যানবাহন চলাচল, রাস্তা দিয়ে পার হচ্ছে বিশালাকার পাইথন, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

মাঝে মধ্যে পশুপাখি ও সাপেদের ভিডিও দেখা যায়। কখনও কখনও সাপ ও পশুপাখিদের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়া বর্তমানে যোগাযোগের দুর্দান্ত মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে যোগাযোগ স্থাপন আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। সঠিক নেট পরিষেবা ও উপযুক্ত প্রযুক্তি থাকলেই সাত সমুদ্র পারের ফটো ও ভিডিও হাতের মুঠোয় চলে আসছে। এই মাধ্যমের দৌলতে বহু অজানা, অদ্ভুত ও অবিশ্বাস্য ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোশ্যাল মিডিয়াতে (Social Media) আজকাল নানান ধরণের ভিডিও ভাইরাল (Snake Viral Video) হয়। এই তালিকায় হাসির ভিডিও, কান্নার ভিডিও, দুঃখের ভিডিও, আনন্দের ভিডিও, শিশুদের কিউট আচরণের ভিডিও, প্রাপ্ত বয়স্কদের অদ্ভুত আচরণের ভিডিও প্রভৃতি থাকতে দেখা যায়। এই তালিকাতেই মাঝে মধ্যে পশুপাখি ও সাপেদের ভিডিও দেখা যায়। কখনও কখনও সাপ ও পশুপাখিদের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যেগুলো ভিডিওরূপে ক্যামেরাবন্দি না হলে হয়তো বিশ্বাসই করতে পারা যেত না।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে একটি বিশালাকার সাপকে রাস্তা পার করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় এক জনবহুল রাস্তার মধ্যে থেকে একটি সাপ এক জঙ্গল থেকে অপর জঙ্গলে যাচ্ছে। ভিডিওটিতে সাপটিকে নিজে থেকেই রাস্তার রেলিং পার করে রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে দেখা যায়। এই দৃশ্য দেখে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।

ভিডিওটিতে দেখা যায়, এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে পথচারী ও গাড়ি চালকরা কিছুটা ভীত হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছেন। এরই মধ্যে কিছু উৎসাহী মানুষ আবার ভিডিও রেকর্ড করতে শুরু করার জন্য এগিয়ে এসেছেন। উল্লেখ্য, সাপটি নিজের সামনে একাধিক মানুষ দেখতে পেলেও কারোর ক্ষতি করেনি। কাউকে কোনো প্রকারের ভয়ও দেখায়নি। মানুষ ভর্তি রাস্তার মাঝ দিয়ে নিজের মতো করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে দেখা যায় সাপটিকে। দাবি করা হয়েছে সাপটি ‘অজগর’। অজগর সাপের এই ভিডিওটিকে ইতিমধ্যে অসংখ্য মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন।

Related Articles