×

তৃষ্ণার্ত কাঠবিড়ালীকে জল খাওয়ালেন এক মানবিক ব্যক্তি, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

ছোট্ট একটি কাঠবেড়ালি একজন মানুষের কাছে গিয়ে হাতজোড় করে কিছু একটা অনুরোধ করছে।

বর্তমান সময়ে বিনোদনের অথবা মাধ্যম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের জীবনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৃথিবীর আনাচে-কানাচে ঘটে যাওয়া নানান অদ্ভুত ঘটনা সাক্ষী হতে পারছি। এই সোশ্যাল মিডিয়ার কারণেই এখন গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় বন্দি। সুখ-দুঃখ, আনন্দ, হতাশা সব ধরনের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়া এমন কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যেগুলো তৎক্ষণাৎ আমাদের মন ভালো করে দেয়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে ছোট্ট একটি কাঠবেড়ালি একজন মানুষের কাছে গিয়ে হাতজোড় করে কিছু একটা অনুরোধ করছে। যদিও প্রথম থেকে সেই ব্যক্তি বুঝতে পারেনি যে কি চাইছে সেই ছোট্ট কাঠবিড়ালিটি। অনেকক্ষণ পরে বোঝা যায় যে কাঠবেড়ালি সেই ব্যক্তির কাছ থেকে জল চাইছে। ওই ব্যক্তির হাতে একটি জলের বোতল ছিল যা দেখেই সম্ভবত তার কাছে ছুটে আসে তৃষ্ণার্ত সেই কাঠবেড়ালিটি।

প্রথমদিকে কাঠবিড়ালের অনুরোধ বুঝতে পারছিল না ওই ব্যক্তির। পরে যখন তিনি বুঝতে পারে যে কাঠবিড়ালি জলের বোতলের দিকে তাকাচ্ছে তখন সেই ব্যক্তি জলের বোতল খুলে কাঠবেড়ালির সামনে দিতেই কাঠবেড়ালি ঢক ঢক করে জল খেতে শুরু করে। এরপর দেখা যায় তৃষ্ণা মিটতেই তৃপ্তির দৌড় লাগায় সেই কাঠবেড়ালিটি। সোশ্যাল মিডিয়ায় এমন সুন্দর দৃশ্য দেখে আপ্লুত বহু নেটিজেন। কাঠবেড়ালিটি এমন সুন্দর করে নিজের মনের ভাব প্রকাশ করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না।

ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটারের ‘মাহান্ত আদিত্যনাথ ২.০’ অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে টুইটার থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটিতে ইতিমধ্যে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। এছাড়া ভিডিওটি শেয়ার করেছেন বহু মানুষ। নেটিজেনদের অধিকাংশের দাবি এই ভিডিওটি অত্যন্ত মন ভালো করার মতো একটি ভিডিও। অনেকে লিখেছেন এমন দৃশ্য চট করে দেখা যায় না। তাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles