×

কোবরা সাপের গলায় আটকে গিয়েছে প্লাস্টিকের পাইপ, ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া

উদ্ধারকার্যে আসা ব্যক্তিরাই পাইপটিকে কেটে সাপটিকে পাইপ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন।

অনেক সময়েই গ্রামেগঞ্জে ঝোপঝাড়ে বা পুকুরে, শহুরে এলাকায় বাড়ির আশেপাশে বা নালা-নর্দমায় সাপ দেখতে পাওয়া যায়। এই অবস্থায় স্থানীয়রা অনেক সময়েই আতঙ্কিত হয়ে কোনো কিছু দিয়ে সাপটির উপরে আক্রমণ করে সাপটিকে আহত করে দেন বা মেরে ফেলেন। কিন্তু এর মধ্যেই কিছু মানুষ আছেন, যারা মাথা ঠান্ডা করে সাপ উদ্ধারকারী ব্যক্তিদের ডাকেন ও সাপ উদ্ধার করার ব্যবস্থা করেন। সম্প্রতি এই সাপ উদ্ধারকার্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ভিডিওটিতে উদ্ধারকারী ব্যক্তিদের কাজ দেখে প্রশংসা করলেন অনেকেই।

ভাইরাল ভিডিওটিতে (Snake Viral Video) একটি সাপকে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে এক ব্যক্তিকে এক বাড়ির ভেতর থেকে একটি সাপকে উদ্ধার করতে দেখা যায়। সাপটি বাড়ির সিঁড়ির নিচে থাকা এক গর্তে আছে, প্রথমে এমনটাই দাবি করেন বাড়ির মালিক। কিন্তু সাপ উদ্ধারকারী প্রশিক্ষিত ব্যক্তিরা সাপ খুঁজতে শুরু করলে তিনি সাপটিকে বাড়ির সিঁড়ির নিচে পাননি। তিনি সাপটিকে খুঁজে পান দেওয়ালের পাশে থাকা এক গর্তে। প্রথমে সাপটিকে সহজে উদ্ধার করা যায়নি, কিন্তু সাপ উদ্ধারকারী ব্যক্তির অনেক চেষ্টার পরে সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়।

সাপটিকে বের করে আনলে স্বস্তি পাওয়ার পাশাপাশি চমকে যান সবাই। কারণ, একটি প্লাস্টিকের পাইপে সাপটির গলা আটকে থাকতে দেখা যায়। উদ্ধারকার্যে আসা ব্যক্তিরাই পাইপটিকে কেটে সাপটিকে পাইপ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। সাপটিকে পাইপ থেকে উদ্ধার করা গেলেও সাপটিকে প্রথমে আহত ছিল বলে মনে করা হয়। এই অবস্থায় উদ্ধারকারী ব্যক্তিরা মাথা সহ সাপের পুরো দেহ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। তারপরে এই সাপটিকে এক উদ্ধারকারী ব্যক্তি জারে ভরে নেন, যাতে দূরে কোথাও সাপটিকে ছেড়ে দিয়ে আসা যায়।

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘মোহিত কাশ্যপ সর্পমিত্র’ (Mohit Kashyap Sarpmitra) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওতে দৃশ্যমান সাপটি মূলত গোখরো প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম হল ‘নাজা নাজা’ (Naja Naja)। এই সাপটি ইংরেজি ভাষায় ‘স্পেকটেকল কোবরা’ (Spectale Cobra) নামে পরিচিতি লাভ করেছে। সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি ইতিমধ্যে ৬.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ৪৫ হাজারেরও অধিক মানুষ পছন্দ করেছেন।

Related Articles