রান্না ঘরে হঠাৎ ঢুকে পড়েছে এক বিষধর কোবরা সাপ, ভিডিও দেখে হাড় হিম নেটিজেনদের
ইংরেজিতে এই সাপটির নাম 'স্পেক্টকল্ড কোবরা' (Spectacled Cobra)। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় 'নাজা নাজা' (Naja Naja)।

সাপের নাম শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সামনে সাপ দেখতে পেলে অনেকেরই অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কোনো মানুষ তো দশ হাত দূর থেকে সাপ দেখেই ভয়ে দৌড়ে পালান। এখানেই কেউ কেউ আবার সাপ দেখে মোটেই ভয় পান না। কিছু মানুষ রীতিমতো সাপ নিজের হাতেই ধরে ফেলেন এবং ভয় না পেয়ে সাপটিকে অন্যত্র ফেলেও দিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এই ভাইরাল ভিডিওর তালিকায় বিভিন্ন পশুপাখি ও জীবজন্তুদের ভিডিও দেখতে পাওয়া যায়। এই তালিকায় সাপের ভিডিওর (Snake Video) সংখ্যা নেহাতই কম নয়। ভিডিওগুলোর দৌলতে বিভিন্ন ধরণের সাপ দেখতে পাওয়া যায়। নালা-নর্দমায় বা ঝোপঝাড়ে সাধারণত গাঢ় রঙের সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু, সোশ্যাল মিডিয়ার দৌলতে সবুজ-হলুদ-সাদা বিভিন্ন রঙের সাপ দেখার সুযোগ পাওয়া যায়। কখনও কখনও তো বিষধর গোখরো সাপের ভিডিও দেখতে পাওয়া যায়।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মির্জাএমডিআরিফ’ (Mirza MD Arif) নামক একটি ইউটিউব চ্যানেলের তরফে। উক্ত ভিডিওতে প্রথমে একটি রান্না ঘর দেখতে পাওয়া যায়। উক্ত রান্না ঘরেই একটি সাপ লুকিয়ে আছে বলে দাবি করা হয়। যদিও স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয় সাপটির কোনো ক্ষতি করেননি। তাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত সাপ বিশেষজ্ঞ মির্জা মহম্মদ আরিফকে ডেকে নেন। তিনিই অনেক চেষ্টার পরে বিশেষ কৌশলে সাপটিকে উদ্ধার করতে সফল হন।
ভিডিওটিতে সাপটিকে অনবরত ফোঁস করতে দেখা যায়। সাপটিকে কখন হাঁড়ির পিছনে লুকিয়ে যেতে দেখা যায়, আবার কখনও গ্যাস সিলিন্ডারের পিছনে চলে যেতে দেখা যায়। যদিও শেষ পর্যন্ত অনেক কায়দায় সফলভাবে সাপটিকে ধরতে পারা যায়। ভিডিওটিতে যে সাপটিকে দেখা যায় সেটি কোবরা প্রজাতির সাপ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এই সাপ ‘খারিস’ নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশে বিষধর সাপেদের মধ্যে এটি অন্যতম। ইংরেজিতে এই সাপটির নাম ‘স্পেক্টকল্ড কোবরা’ (Spectacled Cobra)। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় ‘নাজা নাজা’ (Naja Naja)। ইউটিউব চ্যানেলে আপলোড হবে এই ভিডিওটি সফলভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ৪ কোটি মানুষ ভিডিওটি দেখে ফেলেন এবং প্রায় ১ লক্ষ মানুষ ভিডিওটিকে পছন্দ করেন।