মন্দিরের সামনে তৃষ্ণার্ত সাপকে নিজের হাতে জল খাওয়ালেন মানবিক ব্যাক্তি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় একটি বিষাক্ত সাপকে জল খাইয়ে দিচ্ছে এক ব্যক্তি।

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার নানা ধরনের ভিডিও এখন আমাদের নজর কাড়ে। নানা ধরনের মানুষ এবং তাদের প্রতিভা ছাড় ছাড়াও বিভিন্ন প্রাণীদের নানান ক্রিয়া-কলাপ এর ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। কোনো ব্যক্তি বা প্রাণীর রাগ, দুঃখ, আনন্দ সবকিছুর ধারণা পাওয়া যায় সে ভিডিওগুলোর মাধ্যমে। সম্প্রতি সেরকম একটি ভিডিও হয়েছে নেট মাধ্যমে, যা দেখে শিহরিত নেট দুনিয়ার মানুষ।
সাপ (Snake), এই নামটির মধ্যে মিশে রয়েছে একটি আতঙ্ক। সব সাপ বিষধর না হলেও সাপের থেকে বরাবর দূরে থাকতেই পছন্দ করে সাধারণ মানুষ। বিভিন্ন প্রজাতির সাপেদের একাধিক ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রীতি আবারো একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তবে এই ভিডিওটি অন্যান্য ভিডিওর তুলনায় আলাদা। মানুষ সাধারণত ভয়ে সাপের ধারে কাছে যায় না কিন্তু এই ভিডিওটিতে সাপ ও একটি মানুষের বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। নিজের প্রাণের তোয়াক্কা না করে একটি মানুষ কিভাবে একটি সাপকে সাহায্য করছে সেটাই দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটিতে।
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় একটি বিষাক্ত সাপকে জল খাইয়ে দিচ্ছে এক ব্যক্তি। শুনে অবাক হলেও এমনটাই ঘটেছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় সাপকে ভয় পাওয়া তো দূর, বরং নিরাপদে অতি যত্নে এক ব্যক্তির সাপটিকে বোতল থেকে জল খাইয়ে দিচ্ছিল। সাপটিও ছোট্ট শিশুর মত জল খাচ্ছিল বোতল থেকে। যদিও পড়ে তৃষ্ণা মিটে যাওয়ায় সাপটি আর জল খেতে চায় না।
‘In24 news Jharkhand’ একটু ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত ১৩ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের নানান ধারণা মূলক আলোচনায়। অনেকে বলছেন ওই ব্যক্তি হয়তো সাপ উদ্ধার কর্মী দক্ষ সাপুড়ে। আবার অনেকে সেই ধারণা নাকচ করে দিয়ে বলছে ওই ব্যক্তি আর পাঁচটা সাধারন মানুষের মতোই একজন। যদিও ওই ব্যক্তি সম্বন্ধে সঠিক কোনো ধারণা এখনো পাওয়া যায়নি।
ভিডিওটিতে যে সাপটিকে দেখা দিয়েছে সেটি গোখরা প্রজাতির সাপ। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এই সাপ ‘খারিস’ নামে পরিচিত। ইংরেজিতে এই সাপটিকে বলা হয় স্পেকটাকল্ড কোবরা (Spectacled Cobra)। বৈজ্ঞানিক ভাষায় এর নাম ‘নাজা নাজা’ (Naja Naja)। এই সাপ চিনে নেওয়ার সহজ উপায় হল এই প্রজাতির সাপের মাথার পিছনে ডাটি ছাড়া চশমার মত চিহ্ন থাকে।