×

বাড়ির ভিতরে লুকিয়ে আছে এক বিষধর গোখরো, হাড়হিম করা ভিডিও ভাইরাল

এক গৃহস্থ বাড়ি থেকে এই সাপটিকে উদ্ধার করছে এক দক্ষ সাপুড়ে।

আজকাল সোশ্যাল মিডিয়া নানা রকমের ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে পৃথিবীতে আনাচে-কানাচে ঘটে যাওয়া নানান অদ্ভুত ঘটনার সাক্ষী হতে পারছি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক ঘটনায় আমরা দেখতে পাই যা আমাদের রীতিমত অবাক করে থাকে। ভাইরাল হওয়া ভিডিও গুলোর মধ্যে পশু পাখিদের নানান ক্রিয়াকলাপের ভিডিও দেখতে পাওয়া যায়। অনেক সময় সেই ভিডিওগুলো আমাদের আনন্দ দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে পশুপাখিরা এমন কিছু ক্রিয়া-কলাপ করে যা মনে ভয় সঞ্চার করে। পশু পাখিদের মধ্যে অধিকাংশ সাপেদের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রীতি আবারো একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সাস (Snake), এই নামটির মধ্যে মিশে রয়েছে একটা আতঙ্ক। দেখতে অবলা হলেও মানুষ বরাবর এই প্রাণীটি থেকে দূরে থাকতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে থাকে। যদিও সব সাপ বিষধর হয় না। কিন্তু বিষধর সাপ চিনে নেওয়া সাধারণ মানুষের কম্য নয়। তাই মানুষ সাপ থেকে দূরেই থাকে। কারণ কিছু কিছু এমন বিষধর সাপ রয়েছে যেগুলো ছোবল মারলে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে সবটির ভিডিও ভাইরাল হয়েছে সেটি পৃথিবীর সমস্ত বিষধর সাপগুলির মধ্যে অন্যতম এবং সাপটি আকৃতিতেও বেশ অনেকটাই বড়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাপের ভিডিওতে যে সাপটিকে দেখা গিয়েছে সেটি গোখরা প্রজাতির সাপ। ইংরেজিতে এই সাপটিকে বলা হয় ‘স্পেক্টাকল্ড কোবরা’ (spectacled Cobra)। এই সাপটির বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’ (Naja Naja)। এইসব চিনে নেওয়ার সবথেকে ভালো উপায় হল এই সাপের মাথার পিছনে দিকে ডাটি ছাড়া চশমার মত চিহ্ন থাকে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে এইসব ‘খারিস’ নামে পরিচিত। যদিও অঞ্চল ভেদে বিভিন্ন নামে ডাকা হয় সেই সাপটিকে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে এক গৃহস্থ বাড়ি থেকে এই সাপটিকে উদ্ধার করছে এক দক্ষ সাপুড়ে। ওই বাড়ির মালিকের পক্ষ থেকে জানানো হয় রাতে শুয়ে থাকার সময় তাঁদের পায়ের সামনে থেকে কিছু একটা চলে গেল এমনটাই অনুভব করেন তারা। এরপর কিছুটা ফোঁস ফোসফোস শব্দ শুনে তাঁরা দেখে এক বিশাল আকৃতির সাপ। তখনই সাপ উদ্ধারকারী ওই ব্যক্তিকে খবর দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার রানাঘাটে।

সাপ উদ্ধারকারী ওই ব্যক্তি অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করে। এরপর তিনি সাপটিকে একটি ব্যাগে ভরে নিয়ে চলে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। ভাইরাল এই ভিডিওটি ইউটিউবে (youtube) ‘Repto Pedia’ নামক চ্যানেলটিতে ১ মাস আগে আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত ৬.৫ হাজার মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি এবং ২৫৯ জন মানুষ ভিডিওটি লাইক করেছেন। ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করা হয়। এছাড়া ভিডিওটির কমেন্ট সেকশনে নেটিজেনরা সাপ উদ্ধারকারী ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা জানিয়ে মন্তব্য করেছে।

Related Articles