×

ইঁটের দেওয়ালের উপরে উঠছে বিরল প্রজাতির ‘ডোরাকাটা’ সাপ, ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

একটি ইটের দেয়ালের ভাঁজ বেয়ে একে বেঁকে উপরের দিকে উঠছে একটি সাদাকালো ডোরাকাটা বিষাক্ত সাপ।

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্নরকম অদ্ভুত জিনিসের সমাহার। প্রায় প্রতিনিয়তই এতে বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন বিভিন্ন মানুষের ভিডিও একশ্রেণীর মানুষের পছন্দ ঠিক সেরকমই আরেক শ্রেণীর মানুষের কাছে প্রথম পছন্দ বিভিন্ন পশুপাখিদের ভিডিও। যেগুলোর মধ্যে সকলের বিশেষ করে নজর কাড়ে বিভিন্ন সাপেদের ভিডিও। যা সচরাচর চোখে দেখা যায় না তা কেবলমাত্র ধরা পরে সোশ্যাল মিডিয়ার পাতায়। এর আগেও এ ধরনের বহু ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হতে দেখা দিয়েছে।

সাধারণত সাপকে এঁকেবেঁকে চলতেই দেখা যায়। ‌আবার কখনো কখনো ফণা তুলতে অথবা উড়তে দেখা যায়। কিন্তু কখনো কি সাপকে মানুষের মতো খাড়া হয়ে দাঁড়াতে দেখেছেন? তাও আবার যেকোনো সাধারণ সাপ নয় বিশাল আকৃতির কিং কোবরা সাপ। হ্যাঁ শুনতে অদ্ভুত মনে হলেও সম্প্রতি সেরকমই একটি ভিডিও ঘিরে চোখ কপালে উঠেছে প্রতিটি মানুষের। ‌ আসলে এ ধরনের ভিন্ন ভিন্ন পশুপাখিদের ভিডিও প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে মানুষ আনন্দিত হবার পাশাপাশি তাজ্জবও হয়ে উঠছে প্রতিনিয়ত।

সম্প্রতি এই ভিডিওটিও তারই একটি উদাহরণ। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ইটের দেয়ালের ভাঁজ বেয়ে একে বেঁকে উপরের দিকে উঠছে একটি সাদাকালো ডোরাকাটা বিষাক্ত সাপ। দেওয়ালটিতে কোনরকম প্লাস্টারও করা নেই। তাই দেওয়াল বেয়ে উঠতে সাপটির খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে সম্ভবত আরিজোনা শহরের ‘Coronado National Memorial Park’-এর একটি দেওয়ালে। জানতে পারা যায় এই সাপটির নাম ‘শোনেরণ মাউন্টেন কিং স্নেক’ (Sonoran Mountain Kingsnake)।

এই প্রজাতির সাপ সাধারণত পাহাড়ি অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এ ধরনের সাপ বিষাক্ত হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। সম্প্রতি ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’ (National Park Service) নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি প্রায় ছয় মাস আগে আপলোড করা হয় টুইটারে। ‌যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে। ইতিমধ্যে ভিডিওটিকে প্রায় সাড়ে তিন হাজার মানুষ লাইক করেছেন। অর্থাৎ প্রত্যেকেরই যে ভিডিওটি বেশ নজর কেড়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

Related Articles