×

Viral Video: বিশালাকার ডিমকে এক পলকে গিলে খেল বিষধর সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি ছোট্ট আকার বিশিষ্ট সাপ একটি বেশ বড়ো আকারের ডিমকে গিলে খেয়ে নিয়েছে। সাপটি আকারে বড়োও নয়।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় জন্তু জানোয়ারদের ভিডিও প্রায়শই ঘোরাফেরা করতে দেখা যায়। বিভিন্ন বন্য জীব জন্তুর মাঝে সাপের ভিডিও (Viral Video) বেশ ভালোই দেখতে পাওয়া যায়। কখনও সাপ উদ্ধার করার ভিডিও, আবার কখনও সাপের মুখ থেকে অন্য প্রাণীদের উদ্ধার করার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায়। সম্প্রতি আবারও সাপের এক ভিডিও ভাইরাল হতে দেখা গেল। যা দেখে কার্যত শিউরে উঠেছেন নেটিজেনরা।

Viral Video

সাপ এমন একটা প্রাণী, যেটা মানুষ সহ অন্যান্য বহু প্রাণীদের মনে আতঙ্কের আবহ তৈরি করে রেখেছে। সাপ মূলত ব্যাঙ বা ইঁদুর জাতীয় প্রাণীদের ক্ষুধা নিবারণের জন্য শিকার করে থাকে। কিন্তু একটি ছোট আকারের সাধারণ সাপ যে আস্ত ডিম গিলে ফেলতে পারে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। তবে ভাইরাল ভিডিওটির দৌলতে এটা স্পষ্ট হয়ে গেছে যে, সাপের আস্ত ডিম গিলে ফেলার ঘটনাও বাস্তবে ঘটতে পারে।

এখানে দেখুন:  সাতদিন ধরে মাছের জালে আটকে রয়েছে কোবরা সাপ, উদ্ধার করে সাপকে জল খাওয়ালেন মানবিক যুবক , ভাইরাল ভিডিও

Viral Video

ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া যায় যে, একটি ছোট্ট আকার বিশিষ্ট সাপ একটি বেশ বড়ো আকারের ডিমকে গিলে খেয়ে নিয়েছে। সাপটি আকারে বড়োও নয়। কালো রং বিশিষ্ট ওই সাপের মুখের আকার বেশ ছোট। কিন্তু ছোট মুখ হলেও সহজেই সামনে রাখা ডিমকে গিলে ফেলতে দেখে হা হয়ে থেকে গেছেন নেটিজেনরা। সাপ সংক্রান্ত এই অস্বাভাবিক দৃশ্য ভিডিও আকারে ক্যামেরাবন্দি না হলে হয়তো বিশ্বাসই করা সম্ভব হতো না।

Viral Video:

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘দ্য গ্লোবাল নিউজ’ (The Global News) নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “এটি হল আফ্রিকায় বসবাসকারী ‘আফ্রিকান-ডিম ভক্ষণকারী সাপ’। এটি প্রথমে ডিম গিলে ফেলে এবং পরে সেটা হজম করে। নিজের মুখের থেকে আকারে দশ গুণ বড়ো ডিমও খেয়ে ফেলতে পারে এই সাপ”। ক্যাপশনে আরও জানানো হয় যে, “এই সাপ বিষাক্ত নয় এবং এর কোনো বিষদাঁত নেই”।

Related Articles