×

দেওয়াল বেয়ে উপরে উঠছে বিরল প্রজাতির ‘ডোরাকাটা’ সাপ, ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা

একটি ইঁটের দেওয়ালের খাঁজ বেয়ে একে বেঁকে উপরের দিকে উঠছে একটি সাদা-কালো ডোরাকাটা বিষাক্ত সাপ।

ফের ভয়ানক একটি সাপের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজ করছে। না না খালি চোখে সহজেই এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে না। সাধারণত সাপকে এঁকে বেঁকে চলতেই দেখা যায়, বা ফণা তুলতেও দেখা যায়। আবার সাপকে উড়তেও দেখা যায়। কিন্তু সাপকে একেবারে মানুষের মতো খাড়া হয়ে দাঁড়াতে দেখেছেন কী কখনও, তাও আবার বিশাল আকৃতির কিং কোবরা সাপকে। হ্যাঁ, সম্প্রতি এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আসলে এরকম ভিন্ন ভিন্ন পশু-পাখিদের ভিডিও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে মানুষ আনন্দিত হওয়ার পাশাপাশি তাজ্জবও হয়ে ওঠে! এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হল এই গা শিউরে ওঠার ভিডিওটি। সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই সাপের দৃশ্য উঠে আসে। সাপকে দেখলে সবাই ভয় পায়। যতই নিরীহ প্রাণী বলে আখ্যা দেওয়া হোক না কেন সাপ কে, বিষধর সাপের হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হওয়া ভাইরাল সাপের ভিডিওটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ইঁটের দেওয়ালের খাঁজ বেয়ে একে বেঁকে উপরের দিকে উঠছে একটি সাদা-কালো ডোরাকাটা বিষাক্ত সাপ। দেওয়ালটি প্লাস্টারও করা নেই। ঘটনাটি ঘটেছে সম্ভবত আরিজোনা শহরের Coronado National Memorial Park এর একটি দেওয়ালে। আর এই সাপটির নাম ‘শোনোরণ মাউন্টেন কিং স্নেক’ (Sonoran Mountain kingsnake)।

এই প্রজাতির সাপ মূলত পাহাড়েই দেখতে পাওয়া যায়। সাপটি বিষাক্ত হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। সম্প্রতি ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’ (National Park Service) এর টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ লাইক করেছে।

Related Articles