Viral Video : হাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা সাপের ভিডিও খুব সহজে দেখতে পায়।

Viral Video : সোশ্যাল মিডিয়া (Social Media) আজকালকার দিনে সময় কাটানোর জন্য বেশিরভাগ মানুষের কাছেই মূল মাধ্যম হয়ে উঠেছে। এই কথা সকলেরই জানা যে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার সময় বিভিন্ন রকম ছবি ও ভিডিও আপনাআপনিই নিউজফিডে চলে আসতে থাকে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ছবি- ভিডিও ভাইরাল (Viral Video) হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে এক বড়ো অংশ জুড়ে বিভিন্ন পশু ও পাখির ভিডিও-ও দেখতে পাওয়া যায়।
কোনো কোনো সময় এমন কিছু দৃশ্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যা সচরাচর চট করে দেখা যায় না। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক অদ্ভুত ঘটনার ভিডিও। ‘Joy Prehistoric Pets’ নামক এক ইউটিউব চ্যানেল থেকে এক বছর আগে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভাইরাল হওয়া এই ভিডিওতে এক ক্ষুদ্র আকৃতির সাপের (Snake) দেখা মিলেছে।
এখানে দেখুন : দেখা মিলল বিরল প্রজাতির কমলা রঙের দুই মাথাওয়ালা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
এই ছোট্ট কমলা-কালো রঙের সাপটিকে হাতের তালুতে রেখে ক্যামেরার সামনে পেশ করা হয়েছে। এই ভীষণ ছোট্ট সাপটির নাম ‘রিং নেকড স্নেক’ (Ring Naked Snake)। এই সাপ সাধারণত উত্তর আমেরিকা মহাদেশে বসবাস করে। এই সাপটি কমলা-কালো বা কমলা-লাল বা হলুদ রঙের মিশেলের হয়ে থাকে। এই প্রজাতির সাপের কোনো বিষ থাকে না ও স্বভাবে খুব শান্ত, নিরীহ এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে।
Viral Video :
রাতের বেলা দেখা গেলেও দিনের বেলা এই সাপের দেখা না মেলায় ও আচরণের জন্য এই সাপসম্পর্কিত বিশেষ তথ্য জানা যায়নি। ইউটিউবে এক ব্যক্তির হাতের তালুর ওপর ছোট্ট এই সাপের ঘুরে বেড়ানোর ব্যতিক্রমী ভিডিওটির ভিউজ হয়েছে ৫৯ মিলিয়ন। সাপ হলেও এমন ক্ষুদ্র আকৃতির জন্য অধিকাংশ নেটিজেনদের এই সাপটিকে ‘কিউট’ বলে মনে হয়েছে।