বন্ধ ঘরে ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে উদ্দাম নাচ ৬ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
জনপ্রিয় বাংলা গানের তালে অসাধারণ নাচ করলেন ছয় সুন্দরী যুবতী।

আজকাল সোশ্যাল মিডিয়া নানা রকমের ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে পৃথিবীতে আনাচে-কানাচে ঘটে যাওয়া নানান ঘটনার সাক্ষী হতে পারছি। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিও গুলোর মধ্যে নাচ, গান সহ আরো অনেক ধরনের ভিডিও দেখা যায়। বিভিন্ন নৃত্য প্রতিবেশী নারী ও পুরুষের বহু নাচের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি আরও একটি সেরকম ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। এতটাই মুগ্ধ করা সেই নাচের ভিডিও যা দেখে মন ভরে উঠেছে নেটিজেনদের।
ভিডিওটিতে ৪ অসাধারণ সুন্দরী যুবতীকে নাচ করতে দেখা যায়। জনপ্রিয় গান ‘ফাগুনেরও মোহনায়’ গানটির সাথে নাচ করতে দেখা যায় ওই যুবতী নারীদের। তাঁদের ডান্স ফর্ম ছিল ‘বিহু’। তাঁদের নাচের কায়দা দেখছে কারো বুঝতে বাকি নেই যে তাঁরা নাচে কতটা পটিয়সি। ভিডিও শুরুতেই দেখা যায় প্রথমে চার যুবতী নাচ করছে। তবে মাঝখানে আরো দুই যুবতী কে যুক্ত হতে দেখা যায় ওই চারজনের সাথে।
রিহার্সেল রুমে ভিডিওটি করা হয়েছে। হয়তো ওই ৬ যুবতী নাচটি সম্প্রতি তুলেছিল। ফাইনাল রিহার্সালের সময় ভিডিওটি করা হয়। ওই যুবতীরা ‘শাপলা ডান্স গ্রুপ’এর মেম্বার। ভিডিওটিতে দেখা যায় ওই যুবতীদের পরনের ছিল লাল পাড় সাদা শাড়ি। তার সাথে ছিল হাতে-পায়ে আলতার কারুকার্য। সবারই চুল ছিল পরিপাটি খোপা করে বাঁধা এবং খোপায় লাগানো ছিল ফুল। সবমিলিয়ে২ অসাধারণ সুন্দরী দেখাচ্ছিল ওই যুবতীদের।
‘Ridy Sheikh’ নামক ইউটিউব (youtube) চ্যানেল থেকে ভিডিওটি পাঁচ বছর আগে আপলোড করা হয়েছে। ভিউজ বাড়তে বাড়তে সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে। ৬৩৭ হাজার মানুষ লাইক করেছে ভিডিওটিতে। এছাড়া হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির কমেন্ট সেকশন। অধিকাংশ নেটিজেন ওই যুবতীদের নাচের প্রশংসা করেছে।