Viral Video : হুবহু মানুষের মত ঝগড়া করে ভাইরাল শালিক পাখি, দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

Viral Video : সোশ্যাল মিডিয়া (Social Media) যে অধিকাংশ মানুষের কাছেই এখন বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই কথা আর কারোরই অজানা নয়। কয়েক বছর আগেও সময় কাটানোর জন্য টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন, সিনেমা, বিভিন্ন অনুষ্ঠান, রেডিও প্রভৃতির ওপরেই মানুষকে নির্ভর করে থাকতে হতো। কিন্তু বর্তমান সময়ে প্রায় সকলের কাছেই স্মার্টফোন রয়েছে।
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এক ক্লিকেই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিষয় সকলের কাছেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট ভাইরাল হয়ে থাকে। নানারকম ( Viral Video) ভিডিওর মধ্যে পাখিদের (Bird) বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়। কারোর বাড়ির পোষ্য পাখির কাণ্ড, হঠাৎ রাস্তায় দেখা কোনো দৃশ্য, কোনো জঙ্গলের পাখির কীর্তি প্রভৃতি মিলিয়ে আকছার নানারকম পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়।
এখানে দেখুন : অবিকল মানুষের মতো একে অপরের সাথে কথা বলছে দুটি টিয়া পাখি, ভাইরাল ভিডিও
প্রতিনিয়ত ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে এক বড়ো অংশ জুড়েই পাখিদের ভিডিও থাকে। সম্প্রতি তেমনই এক পাখির কথা বলা ও দুষ্টুমি দেখে নেটিজেনরা রীতিমতো উপভোগ করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে একটি শালিক পাখিকে কথা বলতে দেখা গিয়েছে। শালিক পাখিটি যেভাবে প্রথমে চেঁচামেচি করেছে যা দেখে একদম কোনো বাচ্চার মতোই মনে হবে।
Viral Video :
এরপরে পাখিটি মেঝেতে পড়ে থাকা প্লেট নিয়ে টানাটানি করতে থাকে, তবে বারণ করা হলে প্লেটটি আবার রেখেও দেয়। পোষ্য শালিক পাখির এমন কাণ্ড দেখে যে বাড়ির সদস্যরা হাসছিল তা শোনা গিয়েছে। ‘বাপি’ বলে ডাকা হলে পাখিটি সাড়াও দিয়েছে। ‘আরজেস ভিডিও জোন’ (Rjs Video zone) নামক ইউটিউব চ্যানেল থেকে পাঁচ বছর আগে পোস্ট হওয়া এই ভিডিওর ভিউজ সংখ্যা ৪.৭ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে, ১৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। টিয়া, কাকাতুয়া প্রভৃতি পাখিদের মানুষের মতো হামেশাই কথা বলতে শোনা গেলেও শালিক পাখির কথা বলার এই বিষয়টি ব্যতিক্রমী, কমেন্ট বক্সে নেটিজেনরা এই বিষয়ে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন।