হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগাল খুদে শালিক পাখি, ভাইরাল ভিডিও
ধূসর রঙের ছোট্ট একটি শালিক পাখি বসে রয়েছে একটি বাড়ির উঠোনে।

ইন্টারনেটের যুগে প্রতিনিয়তই কত কিছুই না ভাইরাল হচ্ছে। ইন্টারনেটের যুগে একদিকে যেমন মানুষের বিভিন্ন রকমের কাণ্ডকারখানা ভাইরাল হয়ে চলেছে ঠিক সেরকমই আরেক দিকে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের কীর্তিকলাপ। সোশ্যাল মিডিয়া খুলে একদিকে মানুষ যেমন বিভিন্ন মানুষের প্রতিভামূলক ভিডিওগুলো দেখতে ইচ্ছেপ্রকাশ করে ঠিক সেরকমই আরেকদিকে মানুষ মত্ত হয় বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলো নিয়ে। যা দেখলে রীতিমত হুঁশ উড়তে বাধ্য আপনারও।
সাধারণত টিয়া, কাকাতুয়া ও ময়নার মতো পাখিরা হুবহু মানুষের ন্যায় কথা বলতে পারে তা আমরা সকলেই জানি। তবে কখনো কি কোনো শালিক পাখিকে মানুষের মতো কথা বলতে দেখেছেন? হ্যাঁ এই সমস্ত পাখিদের মতো শালিক পাখিও মানুষের মতো কথা বলতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে সেরকমই একটি ভিডিও তুমুল জনপ্রিয়তা হতে দেখা গেল। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট শালিক পাখি অবিকল মানুষের ভাষায় কথা বলছে। আর যার কথা শুনে রীতিমত চোখ কপালে উঠেছে সকলের।
এর আগে টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিদের কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ধরা পরেছে। তবে সেগুলো দেখে কখনো কেউ ভাবতে পারেনি যে তাঁদের মতো কথা বলতে পারে শালিক পাখিও। তবে প্রশিক্ষণ দিলে যে সবকিছুই সম্ভব তা কে বলতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ধূসর রঙের ছোট্ট একটি শালিক পাখি বসে রয়েছে একটি বাড়ির উঠোনে। পাখিটি উঠোনে বসে তাঁর পা দিয়ে মাথা চুলকাচ্ছে। আর পাখিটির পাশেই বসে রয়েছে এক যুবক। সম্ভবত এই যুবকই এই পাখিটির মালিক।