×

অবিকল মানুষের মতো কথা বলছে খুদে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

একটি শালিক পাখিকে খুব মানুষের ন্যায় কথা বলতে। তাও আবার যেভাবে সেভাবে নয় একেবারে মানুষের মত মাইক্রোফোন নিয়ে।

সোশ্যাল মিডিয়া মানেই গোটা বিশ্বের বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিওর সমাহার। এমন কোনো অদ্ভুত ভিডিও নেই যা সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখে পরে না। বিশেষ করে বিভিন্ন মানুষের পাশাপাশি বিভিন্ন পশুপাখিদের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় একশ্রেণীর মানুষ যেমন বিভিন্ন মানুষের ভিডিও দেখতে পছন্দ করেন ঠিক আরেক শ্রেণীর মানুষের প্রথম পছন্দ বিভিন্ন পশু পাখিদের ভিডিও। ‌আর সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিভিন্ন পাখির কথা বলার ভিডিও। যা আট থেকে আশি প্রতিটি মানুষেরই ভীষণভাবে নজর কাড়ে।

সম্প্রতি সেরকমই একটি শালিক পাখির ভিডিও অবাক করলো সকলকে। এর আগে বহুবার বিভিন্ন টিয়া পাখির কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হতে দেখা গিয়েছে। যেগুলো বেশ নজর কেড়েছে প্রতিটি মানুষের।‌ সাধারণত আমরা জানি টিয়া, ময়না, কাকাতুয়ার মতো পাখিরা হুবহু মানুষের মতো কথা বলতে পারে। তবে আপনি কি কখনো শালিক পাখিকে এদের মত কথা বলতে দেখেছেন? হ্যাঁ, টিয়া ও ময়নার মতো শালিক পাখিরাও হুবহু মানুষের ন্যায় কথা বলতে পারে।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হলো নেট দুনিয়ার পর্দায়। যেখানে দেখা যাচ্ছে একটি শালিক পাখিকে খুব মানুষের ন্যায় কথা বলতে। তাও আবার যেভাবে সেভাবে নয় একেবারে মানুষের মত মাইক্রোফোন নিয়ে। যদিও কথা বলার পাশাপাশি এই শালিক পাখিটির আরো একটি প্রতিভা রয়েছে। সে অবিকল মানুষের মতো গানও গাইতে পারে। আর যা দেখি রীতিমতো স্তম্ভিত বহু মানুষ। ভিডিওটিতে শালিক পাখিটিকে দেখা যাচ্ছে একটি খাঁচার মধ্যে বসে থাকতে।‌ আর সেখান থেকেই সে সকলের সাথে কথা বলছে।

প্রায় বছর দুয়েক আগে ‘ভিলেজ বয় আমির’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় ছোট্ট শালিকের কথা বলার এই ভিডিওটি। যা বেশ পুরোনো হলেও এখনও রাজত্ব করে চলেছে গোটা ইন্টারনেটের দুনিয়ায়। অনেকেই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন, ‘অবিশ্বাস্য ব্যাপার’। আবার অনেকে পাখিটিকে খাঁচায় না রেখে খোলা রেখে পোষ মানাতে পরামর্শ দিয়েছেন। তবে যাই হোক ছোট্ট এই শালিক পাখিটি যে বর্তমানে ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেনসেশন তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়।

Related Articles