হুবহু মানুষের মতো ‘হরে কৃষ্ণ’ গাইছে শালিক পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পশু পাখিদের ভিডিও খুব সহজে দেখতে পায়।

এই ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে রিতিমত হুশ উড়তে বাধ্য প্রত্যেকের। বর্তমান প্রজন্মের প্রায় প্রতিটি মানুষই সারাদিনের কর্মব্যস্ততার পর ক্লান্তি ভুলতে দিনের শেষে মনোরঞ্জনের তাগিদে সোশ্যাল মিডিয়ার ব্যবস্থা হয়। আর এখানে আট থেকে আশি প্রতিটি মানুষই উপভোগ করেন নিজেদের পছন্দের ভিডিওগুলো। সোশ্যাল মিডিয়ার পর্দায় নিজেদের প্রতিভা প্রকাশ করে যেমন একদিকে বিভিন্ন মানুষ ভাইরাল হয়ে চলেছে সেরকমই আরেকদিকে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিরাও।
এককথায় সোশ্যাল মিডিয়ার পর্দায় মানুষকে সমানে সমানে টেক্কা দিয়ে চলেছে বিভিন্ন পশুপাখির দল। যেগুলোর মধ্যে বিশেষ করে পাখিদের ভিডিওগুলো সবচাইতে বেশি নজর কাড়ে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ার পর্দায় এমন এমন দৃশ্য চোখে পরে যা হয়তো বাস্তবে দেখা খুবই দুষ্কর একটি বিষয় মানুষের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় সেরকমভাবেই ধরা পরলো এক শালিক পাখির এক অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিও। আর যা দেখে রীতিমতো হুশ উড়েছে প্রতিটি সাইবারবাসীর।
সাধারণত আমরা জানি টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিরা মানুষের স্বর নকল করে কথা বলতে পারে। যার প্রমাণ এর আগে বাস্তবে এবং সোশ্যাল মিডিয়ার পর্দায় বহুবার ধরা পরেছে। তবে এই সমস্ত পাখিরা ছাড়া শালিক পাখিরাও হুবহু মানুষের স্বর নকল করে কথা বলতে সক্ষম। এমনকি এর আগেও সোশ্যাল মিডিয়ার পর্দায় শালিক পাখিদের কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি ধরা পরলো শালিক পাখির এক অদ্ভুত প্রতিভার নিদর্শন। যা দেখে রীতিমতো তাজ্জব প্রতিটি নেট নাগরিক।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট শালিক পাখি নিজের সুরেলা কন্ঠে অবিকল মানুষের স্বর নকল করে হুবহু মানুষের মতো করে কীর্তন গাইছে। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। এর আগে মানুষ শালিক পাখিদের কথা বলতে দেখলেও তাদের এধরনের আচরণ কেউ কখনো দেখেনি। যার কারণে ভিডিওটি জনপ্রিয়তা পেতে খুব একটা সময় লাগেনি। তবে সঠিক প্রশিক্ষণ দিলে যে সবকিছুই সম্ভব তা কে আর বলতে পারে। যার কারণেই এই প্রথম শালিকের মুখে ঠাকুরের নাম গান শোনা গেল।
💞अद्भुत💕दिल को छू लेनेवाली सनातनी चिड़िया
💞सनातन धर्म क्या सिखाता है देख लीजिए😍
💞हरे कृष्णा हरे कृष्णा❤️ pic.twitter.com/fHlZzeB7GN
— 🚩तनु 🚩 (@itsTanu22) July 18, 2022
সম্প্রতি ‘তনু’ (Tanu) নামক এক যুবতী টুইটারে এই ভিডিওটিকে আপলোড করেছেন। ভিডিওটি বছরখানেক পুরোনো হলেও তা এখনো ব্যাপক জনপ্রিয় গোটা নেট দুনিয়া জুড়ে। বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় কয়েক হাজার মানুষের কাছে। আর ভিডিওটিকে লাইক করেছেন প্রায় ৫০০-এর কাছাকাছি মানুষকে। পাশাপাশি ভিডিওটিতে দেখে কমেন্ট বক্সে বিভিন্নরকম মন্তব্য করতে দেখা গিয়েছে বহু মানুষকে।