×

অবিকল মানুষের মতো কথা বলছে এক খুদে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

বালক ও পাখির এই মিষ্টি সম্পর্ক দেখে ভিডিওটির প্রেমে পড়ে গেছে নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানান ধরণের ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওর তালিকায় গানের ভিডিও, নাচের ভিডিও, হাসির ভিডিও, দুঃখের ভিডিও, বিরহের ভিডিও, অঙ্কনের ভিডিও, অনুপ্রেরণামূলক ভিডিও, পশুপাখির ভিডিও, প্রকৃতির ভিডিও, রন্ধনপ্রণালীর ভিডিও, ফাস্ট ফুডের ভিডিও প্রভৃতি থাকতে দেখা যায়। মানুষ যে ধরণের ভিডিও পছন্দ করে থাকেন, সাধারণত সেই ধরণের ভিডিওই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে।

বহু মানুষ আছেন যাদের পাখি ও পাখির ভিডিও (Bird Viral Video) খুব ভালো লাগে। কিছু মানুষ নিজেরা পাখি পুষে থাকেন এবং অন্যান্য পাখিদের ভিডিওর সমাদর করেন। এখানেই আবার কিছু মানুষ আছেন, যারা বাড়িতে পাখি পুষে রাখার সুযোগ না পেলেও, সোশ্যাল মিডিয়ায় পাখির ভিডিও দেখে অনেকটা ‘দুধের স্বাদ ঘোলে’ মিটিয়ে নেন। এই সমস্ত মানুষেরা সোশ্যাল মিডিয়ায় পাখির ভিডিও দেখতে পেলে প্রতিক্রিয়া দেন, মন্তব্য করেন, শেয়ার করেন। ফলস্বরূপ, ভিডিওগুলো মাঝে মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টেন মিক্স চ্যানেল’ (Ten Mix Channel) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে একটি বালকের কাঁধে এক ছোট্ট শালিককে দেখতে পাওয়া যায়। পাখিটিকে হুবহু মানুষের মতোই কথা বলতে দেখা যায়।

জানা গেছে, পাখিটিকে একদম ছানা অবস্থাতেই বালকটি বাড়িতে এনেছিল। তারপরে লালনপালন করে পাখিটির যত্ন নেয় বালকটি। খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো ও খেলাধুলার ব্যবস্থা করা সবটাই করে সে। এদিকে একদম কম বয়সেই বালকটি পাখিটিকে বাড়ি নিয়ে যাওয়ায় সহজেই কথা শেখানো সম্ভব হয়।

ভিডিওতে দৃশ্যমান বালকটি যখন পাখিটিকে জিজ্ঞাসা করে যে, সে খেয়েছে কিনা, তখন পাখিটি জবাবে বলে, “হ্যাঁ, আমি খেয়েছি”। এই কথোপকথনের পরে ছেলেটি হাসলে, তাকে দেখে পাখিটিও নকল করে হাসতে শুরু করে দেয়। বালক ও পাখির এই মিষ্টি সম্পর্ক দেখে ভিডিওটির প্রেমে পড়ে গেছে নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যে ১ মিলিয়ন ভিউ এবং ৬ হাজারেরও অধিক লাইক পেয়ে গেছে।

Related Articles