×

Viral Video : বাড়ির ছাদে ‘আয়লা রে নয়া দামান’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

Viral Video : সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হতে তেমন একটা সময় লাগে না। ইউনিক কন্টেন্ট হলেই অনেক সময় তা আলোচনা সমালোচনার জেরে ভাইরাল হতে যেতে দেখা যায়। সুদক্ষ প্রতিভার অধিকারী মানুষেরাও আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের হাত ধরে নিজের প্রতিভা নেট দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারছেন। প্রচারের সঠিক জ্ঞান ও পরিকল্পনা থাকলেই হল, আগের তুলনায় অনেক সহজে নিজের প্রতিভা বিশ্বের কাছে তুলে ধরা যায়।

Viral Video

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ যেখানে বিভিন্ন উপায়ে মনোরঞ্জন করতে ভালোবাসেন। সেখানে অপর অংশ এর মাধ্যমে অর্থ উপার্জন বা প্রতিভা প্রচার করে থাকেন। এই মাধ্যমের দৌলতে গান, নাচ, আবৃতি, অঙ্কন প্রভৃতি প্রতিভা আগের তুলনায় অনেক সহজে বিরাট সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এখানে দেখুন :  নদীর পারে শাড়ি পরে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল ( Viral Video ) হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে বাড়ির ছাদে খোলা আকাশের নিচে জনপ্রিয় বাংলাদেশী গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় “আয়লা রে নয়া দামান’ (Ailare Noya Daman) গান এবং এই গানেতে কালো ব্লাউজ ও নীল-ছাই রঙের শাড়ি পরিহিত অবস্থায় যুবতীকে দুর্দান্ত নাচ করতে দেখা যায়। যুবতীর মুখমণ্ডলের অনবদ্য এক্সপ্রেশন ও অঙ্গিভঙ্গি দর্শকদের মন জয় করে নেয়। যুবতীকে শাড়ির সঙ্গে মানানসই কানের দুল ও হাতে চুড়ি পরিহিত অবস্থায় প্রাণবন্ত নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রিম্পা পারফর্মস’ (Rimpa Performs) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। জানা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম রিম্পা সাহা (Rimpa Saha)। তিনি নিজের নাচের ভিডিও উক্ত চ্যানেল থেকে পোস্ট করে থাকেন। এই ভিডিওটি নেটিজেনদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ইতিমধ্যে ৮.৭ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।

Related Articles