অবিকল মানুষের মতো কথা বলছে লাল রঙের টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নানা পাখিদের কথা বলা ভিডিও অনায়াসে দেখতে পায়।

ইন্টারনেটের যুগে কত কিছুই না প্রতিনিয়ত ভাইরাল হয়ে চলেছে। যা দেখলে মানুষের হুঁশ উড়তে বাধ্য। সম্প্রতি, এমনই একটি ভিডিও দারুণ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পর্দায়, যা দেখলে সবারই চোখ কপালে উঠবে। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মানুষের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে পশু-পাখিদের একেকটা মজাদার ভিডিও! যা কিনা বর্তমানে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে।
তবে পশু-পাখিদের এহেন তাজ্জব দৃশ্যগুলি দেখার জন্যে প্রতিনিয়ত চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়ার পর্দায়, কারণ এইসব দৃশ্যগুলি খুব নিখুঁত হয়, যা কখনই খালি চোখে দেখা যায় না। বর্তমান সময়ে মানুষের থেকেও পশু-পাখিদের বিভিন্ন ভিডিও একেবারে দাপটের সহিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে। মাঝেমধ্যেই এরকমভাবে ভিন্ন স্বাদের ভিডিওই ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি, আবারও একটি কথা বলা টিয়া পাখির ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি লাল রঙের টিয়া পাখি একজনের বাড়ির বারান্দার মোড়কে বসে তাঁর মালকিনকে দেখতে না পেয়ে ছটফট করছে এবং ‘মাম্মি কাহা হ্যায়’ বলতে বলতে মিষ্টি করে ডাক দিচ্ছে। আর টিয়ার ডাক শুনেই তাঁর মালকিন জবাব দিয়ে বলে ‘আয়ি বেটা’। এমনকি বেশ খানিক সময় ধরেই মালকান ও তাঁর টিয়া দুজনেই দারুণ ভাব জমালেন। আর এও দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়া মাত্রই টিয়ার প্রশংসায় একেবারে পঞ্চমুখ নেটিজেনরা।
बात करने का अलग ही मज़ा होता है,
जब कोई इतनी आत्मीयता से संवाद करता है.यह खूबसूरत और मासूम वार्तालाप सुनकर लगता है काश हम सभी जीवों से ऐसे ही बात कर सकते… pic.twitter.com/uX80K59OPT
— Dipanshu Kabra (@ipskabra) May 26, 2022
দীপাংশু কাবরা (Dipanshu Kabra) নামের এক জৈনক ব্যক্তি তাঁর টুইটার হ্যান্ডেলে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করেছেন। তবে ভিডিওতে যে টিয়া পাখিটিকে দেখা যাচ্ছে, সেই টিয়াকে‘চ্যাটারিং লোরি’ (Chattering lory) বলে। যা ইন্দোনেশিয়ার (Indonesia) উত্তর মালুকুতে (North Maluku) পাওয়া যায়।