×

হুবহু মানুষের মতোই মালকিনের সঙ্গে কথা বলছে খুদে টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সমস্ত ধরণের ভিডিও অর্থাৎ বিভিন্নরকম কনটেন্টের মিশেলে নেটদুনিয়ায়

বর্তমানে ইন্টারনেটের (Internet) সহজলভ্যতার যুগে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেইসব বিভিন্ন ধরণের ভিডিওর কোনোটা দেখে নেটিজেনরা হেসে লুটিয়ে পড়েন, কোনোটা দেখে আতঙ্কে শিহরিত হয়ে ওঠেন, কোনো ভিডিও দেখে ভালোলাগায় মন ভরে যায়, আবার কোনো দেখে মন ভারাক্রান্ত হয়ে যায়।

সমস্ত ধরণের ভিডিও অর্থাৎ বিভিন্নরকম কনটেন্টের মিশেলে নেটদুনিয়ায় প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও ভাইরাল হয়। অনেক সময় এমন হয় ভাইরাল ভিডিওটি কোন স্থানের সেই বিষয়ে কিছুই জানা যায় না। কোথায় সেই ভিডিওর উৎস বা কে সেই ভিডিও রেকর্ড করেছেন তা নেটিজেনদের কাছে সম্পূর্ণরূপে অজানাই থেকে যায়।

ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে যেমন বেশিরভাগ সময়েই মানুষের বিভিন্ন কার্যকলাপ দেখা যায়, তেমনই পশু-পাখিদের‌ও বিভিন্ন কীর্তিকলাপ‌ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পশু-পাখিদের ব্যতিক্রম বা সাধারণ বিভিন্ন কাণ্ডকারখানা ভাইরাল হয়ে থাক। বাড়ির পোষ্য হোক বা বন্য, পশু-পাখিদের বিভিন্ন আচরণ দেখতে কমবেশি সকলেই পছন্দ করেন।

সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে এক কিউ টিয়াপাখির (Kiwi Parrot) ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ভিন্ন প্রজাতির এই পাখিটিকে অবিকল মানুষের মতো কথা বলতে দেখা গিয়েছে। মালকিনের কাঁধে বসে ইংরেজিতে কিউ টিয়াপাখিটি অবিরাম কথা বলেছে ও আদর করেছে। ‘UNILAD’ ফেসবুক পেজ থেকে পোস্ট করা এই ভিডিওটি ৪ লাখের বেশি মানুষ দেখেছেন ও ২৫ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। পাশাপাশি, প্রচুরসংখ্যক নেটিজেন টিয়াপাখির এমন কথা বলা ও তাকে কথা বলা শেখানোর জন্য মালকিনের প্রশংসা করেছেন।

Related Articles