×

গড়গড় করে ইংরেজিতে কথা বলছেন রানু মণ্ডল! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমাজে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা একজন ব্যক্তি হলেন রানাঘাটের ভিখারিনী রানু মন্ডল (Ranu Mondal)।

বর্তমান প্রজন্মের মানুষের কাছে সোশ্যাল মিডিয়া যেমন সময় কাটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ঠিক সেভাবেই আবার একশ্রেণীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নিজেদের প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম। এমনকি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইতিমধ্যে স্টার হয়ে উঠেছেন বহু মানুষ। এই তালিকায় থাকা মানুষের সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমাজে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা একজন ব্যক্তি হলেন রানাঘাটের ভিখারিনী রানু মন্ডল (Ranu Mondal)।

রানু মন্ডলকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এক সময় পেটের দায়ে রানাঘাট স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষে করতেন তিনি। তারপর তিনি নজরে আসেন অতীন্দ্র নামক এক যুবকের কাছে। এরপর ওই যুবক তাঁর একটি গানের ভিডিও বানিয়ে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর কন্ঠে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা’ (Ek Pyaar Ka Nagma) গানটি রাতারাতি ভাইরাল হয়ে পরে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে। আর রানু মন্ডলও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন নেট দুনিয়ায়।

তিনি রাতারাতি হয়ে ওঠেন ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেন্সেশন। শুধু কি তাই, তাঁর লতাকন্ঠী গলার জেরে তাঁর ডাক আসে সুদূর মুম্বাই থেকে। সেখানে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার ডাকে স্টুডিওতে একটি গানও রেকর্ড করেন। তবে তিনি যতটা সহজে স্টার হয়ে উঠেছিলেন ততটাই দ্রুত শুরু হয় তাঁর পতন। নিজের করা বিভিন্ন মন্তব্যের জেরে তিনি জনগণের রোষানলের শিকার হন। এরপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে তাঁর জনপ্রিয়তা লোপ পেতে শুরু করে।

তবে বর্তমানে বেশ কিছু উঠতি ইউটিউবারদের জেরে তিনি মাঝে মাঝে উঠে আসেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। আর এমন কিছু কিছু ভিডিওর কারণে তিনি ভাইরাল হন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেরকমই এক ইউটিউবারের দৌলতে তিনি আবার উঠে এলেন লাইমলাইটের পর্দায়। যেখানে রানুদিকে দেখা গেল ইংরেজিতে কথা বলতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ইউটিউবার রানু মন্ডলকে যা প্রশ্ন করছেন তা তিনি অনর্গল উত্তর দিচ্ছেন ইংরেজিতে। সুতরাং এর থেকে প্রমাণ মিলছে যে রানু মন্ডল ইংরেজিতে কতটা দক্ষ। এমনকি ওই ইউটিউবার এও জানিয়ে দেন যে এই ভিডিওটি কোনোরকম স্ক্রিপ্টেড নয়। সম্প্রতি ‘Rondhon Porichoy’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় এই ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়। আর স্বাভাবিকভাবেই আবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন সকলের প্রিয় রানুদি।

Related Articles