×

চোখে সানগ্লাস মুখে মিষ্টি হাসি, খালি গলায় হিন্দি গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন রানু মন্ডল, ভিডিও ভাইরাল

প্রিয় রানুদিকে দেখা যাচ্ছে 'গোরি তেরি গাঁও বারা পেয়ারা' গানটি গাইতে। ‌

সোশ্যাল মিডিয়া মানেই সরগরম বিভিন্ন টপিকের সমাহার। আর সেই সমস্ত টপিকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি টপিক হলো ভাইরাল ভিডিও। প্রায় প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ার পর্দায় গোটা বিশ্বের বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে চলেছে। ‌যেগুলোর কিছু কিছু মানুষকে আনন্দ যোগাচ্ছে আবার কিছু কিছু মানুষের মনকে ভারাক্রান্ত করে তুলছে। এছাড়াও প্রতিভার জেরে প্রতিনিয়তই ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিচিতি গড়ে তুলছে বহু মানুষ। এমনকি এই তালিকাটা খুব একটা কম নয়।

২০১৯ সালে নিজের লতাকন্ঠী গানের জেরে রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে গিয়েছিলেন রানাঘাটের ভিখারিনী রানু মন্ডল (Ranu Mondal)। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া সেই বিখ্যাত গান ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ (Ek Pyaar Ka Nagma Hain) গানটি গেয়ে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। একসময় স্টেশনে বসে ভিক্ষা করাই ছিল রানু মন্ডলের মূল পেশা। এর মাধ্যমেই পেট চলতো তাঁর।

সেরকমই একদিন স্টেশনে গান গাইতে গাইতে তিনি নজরে আসেন অতীন্দ্র নামক এক যুবকের। এরপর ওই যুবকই তাঁর গান রেকর্ড করে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ছড়িয়ে পরে গোটা নেট দুনিয়ার পাতায়। ফলে রাতারাতি তিনি নজরে আসেন গোটা সাইবারবাসীর নজরে। তবে নিজের অহংকারমূলক মন্তব্যের জেরে তিনি কিছুদিনের মধ্যেই খোয়ান নিজের জনপ্রিয়তা। তবে বর্তমানে মাঝে মাঝে বেশকিছু উঠতি ইউটিউবারদের জেরে আবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে দেখা যায় তাঁকে।

সম্প্রতি সেরকমই তাঁর নতুন একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়ার পর্দায়। যেখানে সকলের প্রিয় রানুদিকে দেখা যাচ্ছে ‘গোরি তেরি গাঁও বারা পেয়ারা’ গানটি গাইতে। ‌এরপর তাঁকে ‘কোই দিন সে মুঝে কোই স্বপ্না’ গানটিও গাইতে শোনা যায়। কয়েক মাস আগে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। যা বর্তমানে অতিক্রান্ত করেছে কয়েক হাজারের দর্শকসংখ্যা। আর ভিডিওটিকে লাইক করার পাশাপাশি বহু মানুষ বিভিন্ন রকম মন্তব্যে ভরে দিয়েছেন ভিডিওটির কমেন্ট বক্স। আর স্বাভাবিকভাবেই নতুন করে আবার সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে উঠে এসেছেন রানাঘাটের রানু মন্ডল।

Related Articles